বুধবার ডোয়েন ব্র্যাভোর বলে কলকাতা নাইটা রাইডার্সের শিবম মাভির ক্যাচ অবিশ্বাস্য ক্ষিপ্রতায় তালুবন্দি করেন ধোনি। ব্র্যাভোর বল মাভির ব্যাটের কানা ছুঁয়ে উড়ে যাচ্ছিল প্রথম স্লিপের দিকে। ডানদিকে ঝাঁপিয়েও বলকে তালুবন্দি করতে পারেননি ধোনি। রান আটকানোর জন্য এমনিতেই তিনি ডানহাতের গ্লাভস খুলে নিয়েছিলেন। পরেছিলেন শুধু ইনার গ্লাভস। তাঁর ডানহাতে বল লেগে ফের ওপরে উঠে যায়। ধোনিও হাল ছাড়েননি। চার কদম দৌড়ে শরীর ভাসিয়ে দেন শূন্যে। বল মাটিতে পড়ার আগেই বাজপাখির মতো ছোঁ মেরে দুহাতে বল তালুবন্দি করেন তিনি।
ধোনির ক্যাচ দেখে নেটিজেনরা মুগ্ধ। সোশ্য়াল মিডিয়ায় তাঁর ক্যাচের ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায়। অনেকেই বলতে থাকেন, এই বয়সেও ধোনির ক্ষিপ্রতা তরুণ প্রজন্মের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে।