KKR vs MI Live: কামিন্স ঝড়ে আক্রান্ত মুম্বই, কঠিন ম্যাচ সহজে জিতল কেকেআর

KKR vs MI Live Updates: আজ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নামবে কলকাতা। মুম্বই যেখানে ২ ম্যাচ খেলে ২ ম্যাচেই হেরেছে, সেখানে কলকাতা ৩ ম্যাচ খেলে এখনও পর্যন্ত ২ ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছে। 

abp ananda Last Updated: 06 Apr 2022 11:02 PM
KKR vs MI Live: বিধ্বংসী হাফসেঞ্চুরি কামিন্সের, জয়ী কেকেআর

বিধ্বংসী প্যাট কামিন্স। মাত্র ১৪ বলে হাফসেঞ্চুরি। ১৫ বলে ৫৬ রান করে মুম্বই ইন্ডিয়ান্সের স্বপ্নভঙ্গ ঘটালেন। ৪ ওভার বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচ জিতল কেকেআর।

KKR vs MI Live: ১৫ ওভারে কেকেআরের স্কোর ১২৭/৫

৫ বলে ১১ রান করে টাইমাল মিলসের বলে ফিরলেন আন্দ্রে রাসেল। হাফসেঞ্চুরি বেঙ্কটেশ আইয়ারের। ঝোড়ো ব্যাটিং করছেন প্যাট কামিন্স। ১৫ ওভারে কেকেআরের স্কোর ১২৭/৫।

KKR vs MI LIve: কেকেআরের স্কোর ৮৩/৪

এম অশ্বিনের বলে ১৭ রান করে ফিরলেন স্যাম বিলিংস। ৮ রান করে ফিরলেন নীতিশ রানা। ১১.৪ ওভারে কেকেআরের স্কোর ৮৩/৪।

KKR vs MI Live: ১০ রান করে ফিরলেন শ্রেয়স

৬ বলে ১০ রান করে ফিরলেন শ্রেয়স। ৭.৪ ওভারের শেষে কেকেআরের স্কোর ৪৯/২।

KKR vs MI Live: টাইমাল মিলসের বলে ফিরলেন অজিঙ্ক রাহানে

১১ বলে ৭ রান করে টাইমাল মিলসের বলে ফিরলেন অজিঙ্ক রাহানে। ৪ রানের মাথায় শ্রেয়স আইয়ারের ক্যাচ ফেললেন ঈশান কিষাণ। ৫ ওভারের শেষে কেকেআরের স্কোর ২৬/১।

KKR vs MI Live: ২ ওভারের শেষে কেকেআরের স্কোর ৯/০

২ ওভারের শেষে কেকেআরের স্কোর ৯/০।

KKR vs MI Live: প্রথমে ব্যাট করে মুম্বই তুলল ১৬১/৪

৩৪ বলে হাফসেঞ্চুরি সূর্যকুমার যাদবের। ৩৬ বলে ৫২ রান করে আউট হলেন তিনি। ২৭ বলে ৩৮ রান করে অপরাজিত রইলেন তিলক বর্মা। ৫ বলে ২২ রান করে অপরাজিত কায়রন পোলার্ড। প্রথমে ব্যাট করে মুম্বই তুলল ১৬১/৪।

KKR vs MI Live: ১৬ ওভারের শেষে মুম্বইয়ের স্কোর ৯৮/৩

১৬ ওভারের শেষে মুম্বইয়ের স্কোর ৯৮/৩। ক্রিজে সূর্যকুমার যাদব ও তিলক বর্মা।

KKR vs MI Live: ১৪ রান করে প্যাট কামিন্সের বলে ক্যাচ দিয়ে ফিরলেন ঈশান

২১ বলে ১৪ রান করে প্যাট কামিন্সের বলে ক্যাচ দিয়ে ফিরলেন ঈশান কিষাণ। ১২ ওভারের শেষে মুম্বইয়ের স্কোর ৫৮/৩।

KKR vs MI Live: ৮ ওভারের শেষে মুম্বইয়ের স্কোর ৪৬/২

বরুণ চক্রবর্তীর বলে স্টাম্পড হয়ে গেলেন ডেওয়াল্ড ব্রেভিস (২৯ রান)। ৮ ওভারের শেষে মুম্বইয়ের স্কোর ৪৬/২।

KKR vs MI Live: উমেশ যাদবের বলে আউট হয়ে গেলেন রোহিত শর্মা

উমেশ যাদবের বলে আউট হয়ে গেলেন রোহিত শর্মা। ১২ বলে মাত্র ৩ রান করে। ৪ ওভারের শেষে মুম্বইয়ের স্কোর ১৪/১।

KKR vs MI Live: ভাল শুরু কেকেআর বোলারদের

ভাল শুরু কেকেআর বোলারদের। ২ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৪/০।

KKR vs MI Live: মুম্বই ইন্ডিয়ান্স দলে ফিরলেন সূর্যকুমার

মুম্বই ইন্ডিয়ান্স দলে ফিরলেন সূর্যকুমার যাদব। টিম ডেভিডের পরিবর্তে অভিষেক হচ্ছে ডেওয়াল্ড ব্রেভিসের।

KKR vs MI Live: টস জিতে প্রথম ফিল্ডিংয়ের সিদ্ধান্ত কেকেআর অধিনায়কের

টস জিতে প্রথম ফিল্ডিংয়ের সিদ্ধান্ত কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ারের। দলে দুটি পরিবর্তন করেছে কেকেআর। টিম সাউদির পরিবর্তে খেলানো হচ্ছে প্যাট কামিন্সকে। শিবম মাভির পরিবর্তে সুযোগ রশিদ দারকে।

KKR vs MI Live: উইকেটে থাকবে বাড়তি গতি ও বাউন্স

পুণেতে নতুন পিচে আজ কেকেআর-মুম্বই ম্যাচ। উইকেটে থাকবে বাড়তি গতি ও বাউন্স, পূর্বাভাস প্রাক্তন ক্রিকেটার দীপ দাশগুপ্তর। প্রথম ব্যাট করা দল ম্যাচ জিততে পারে বলেও পূর্বাভাস।

প্রেক্ষাপট

মুম্বই: গতবার রানার আপ হলেও এবার একেবারে নতুনভাবে নিজেদের দল গুছিয়ে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। শ্রেয়স আইয়ারের নেতৃত্বে এবারের অভিযান শুরু করেছে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি। আজ মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে খেলতে নামবে কলকাতা। মুম্বই যেখানে ২ ম্যাচ খেলে ২ ম্যাচেই হেরেছে, সেখানে কলকাতা ৩ ম্যাচ খেলে এখনও পর্যন্ত ২ ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছে। 


কলকাতা শিবিরের জন্য সুখবর অনুশীলনে যোগ দিয়েছেন প্যাট কামিন্স। সোমবারই কোয়ারেন্টিন পর্ব শেষ হয়েছে অজি তারকার। মঙ্গলবার প্রথমবার কেকেআরের জার্সিতে অনুশীলনে নামেন কামিন্স। তাঁকে নেটে বেশ ছন্দে দেখা যায়। ব্যাট-বল সবেতেই নিজেকে নিংড়ে দেওয়ার জন্য় তিনি যে প্রস্তুত তা বুঝিয়ে দিয়েছেন অনুশীলনে। তবে মুম্বই উল্টোদিকে এখনও ঠিকভাবে দলকে সাজিয়ে তুলতে পারেনি। পাণ্ড্য ভাইদের ছেড়ে দিয়েছে মুম্বই। তাঁদের জায়গা পূরণ করার মতো এখনও কাউকে পাওয়া যায়নি। তবে এদিন টুর্নামেন্টে নিজেদের প্রথম জয়ের লক্ষ্যে মরিয়া থাকবে রোহিত বাহিনী, তা বলাই যায়।


এক নজরে মুম্বই ম্যাচে নাইটদের সম্ভাব্য একাদশ


বেঙ্কটেশ আইয়ার, অজিঙ্ক রাহানে, শ্রেয়স আইয়ার, নীতিশ রানা, শেলডন জ্যাকসন, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, প্যাট কামিন্স, বরুণ চক্রবর্তী, প্যাট কামিন্স, টিম সাউদি


কলকাতা নাইট রাইডার্সের (KKR) পেস বোলিং বিভাগের সেরা ভরসা। আগেও কেকেআরের হয়ে খেলেছেন। নেতৃত্ব দিয়েছেন নাইটদের বোলিংকে। এবারও নিলাম থেকে ৭.২৫ কোটি টাকায় তাঁকে কিনেছিল শাহরুখ খান-জুহি চাওলার দল। যদিও পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলতে ব্যস্ত থাকায় প্যাট কামিন্সকে (Pat Cummins) পায়নি নাইটরা। পরিবর্তে খেলানো হয়েছে টিম সাউদিকে।


পাকিস্তান সফর থেকে ১ এপ্রিল মুম্বইয়ে পৌঁছে কেকেআর শিবিরে যোগ দিয়েছেন কামিন্স। আইপিএলের নতুন নিয়ম অনুযায়ী তিনদিনের কোয়ারেন্টিন পর্ব চলছিল তাঁর। সোমবারই যা শেষ হয়েছে।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.