আমদাবাদ: এই মাঠেই বৃষ্টিতে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ভেস্তে গিয়েছিল কলকাতা নাইট রাইডার্সের (KKR vs SRH) ম্যাচ। সেই আমদাবাদেই মঙ্গলবার আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে কেকেআরের সামনে সানরাইজার্স হায়দরাবাদ। যে দুই দল গ্রুপ পর্বের শেষে পয়েন্ট টেবিলের প্রথম দুইয়ে ছিল। 


আইপিএলের (IPL 2024) নিয়ম হল, পয়েন্ট টেবিলের প্রথম দুইয়ে থাকা দুই দল কোয়ালিফায়ার ওয়ানে খেলবে। সেই ম্যাচে যে দল জিতবে, তারা সরাসরি পৌঁছে যাবে ফাইনালে। পয়েন্ট টেবিলের তৃতীয় ও চতুর্থ দল খেলবে এলিমিনেটরে। সেই ম্যাচে যে দল হারবে, ট্রফির দৌড় থেকে ছিটকে যাবে। যারা জিতবে, তারা কোয়ালিফায়ার ওয়ানের পরাজিত দলের সঙ্গে খেলবে কোয়ালিফায়ার টু। সেই ম্যাচে জিতলে তবে পাওয়া যাবে ফাইনালের টিকিট। যার অর্থ, মঙ্গলবার কেকেআর বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচের বিজয়ী দল সরাসরি পেয়ে যাবে ২৬ মে ফাইনালের ছাড়পত্র।


কিন্তু যদি ম্যাচ ভেস্তে যায়? বৃষ্টিতে যদি দুই দলের ন্যূনতম ৫ ওভার করে মোট দশ ওভারের ম্যাচও না করা যায়? সেক্ষেত্রে কী হবে? প্রথম দিন প্রাকৃতিক দুর্যোগে খেলা না হলে ম্যাচ কি রিজার্ভ ডে-তে গড়াবে? যদি কেকেআর বনাম হায়দরাবাদ ম্যাচ পুরোপুরি ভেস্তে যায়, তাহলে ফাইনালে যাবে কোন দল? কী বলছে নিয়ম?


আইপিএলের নিয়ম হল, কোয়ালিফায়ার ওয়ান বা অন্য প্লে অফ ম্যাচ বৃষ্টি বা প্রাকৃতিক কোনও দুর্যোগে নির্ধারিত সময়ে শুরু করা না গেলে বাড়তি ২ ঘণ্টা সময় দেওয়া হবে ম্যাচ করার জন্য। তবে একান্তই সেই সময়েও খেলা না হলে তা দ্বিতীয় দিন অর্থাৎ রিজার্ভ ডে-তে গড়াতে পারে। সেই সিদ্ধান্ত নেবে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে দুদিনই ম্যাচ কোনও কারণে করা না গেলে অর্থাৎ, খেলা পুরোপুরি ভেস্তে গেলে গ্রুপ পর্বে যে দলের ঝুলিতে বেশি পয়েন্ট ছিল, সেই দলই ফাইনালের ছাড়পত্র পাবে। পয়েন্ট টেবিলের পিছিয়ে থাকা দলকে সেক্ষেত্রে কোয়ালিফায়ার টু খেলতে হবে।


আর এই নিয়মে বিরাট সুবিধা পেয়ে যাবে কলকাতা নাইট রাইডার্স। কারণ, গ্রুপ পর্বে পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল কেকেআর। ১৪ ম্যাচে ২০ পয়েন্ট পেয়েছিলেন শ্রেয়স আইয়াররা। ১৪ ম্যাচে ১৭ পয়েন্ট পেয়ে সানরাইজার্স হায়দরাবাদ শেষ করেছিল দুইয়ে। তাই মঙ্গলবার আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ম্যাচ ভেস্তে গেলে ফাইনালে পৌঁছে যাবেন শ্রেয়স আইয়াররা। আর সানরাইজার্স হায়দরাবাদ আগামী শুক্রবার খেলবে কোয়ালিফায়ার টু-তে। যে ম্যাচে তাদের প্রতিপক্ষ হবে রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচের বিজয়ী দল।


আরও পড়ুন: 'বয়সের জন্য আমাকে কেউ ছাড় দেয় না', নিজের নতুন শখের কথাও জানালেন ধোনি


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।