কলকাতা: গত বছর শ্রেয়স আইয়ারের অনুপস্থিতিতে কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders) নেতৃত্ব দিয়েছিলেন তিনি। বকলমে কেকেআরের সহ-অধিনায়কও বটে। চলতি আইপিএল মরশুমে (IPL 2024) একেবারে প্রথম ম্যাচে কেকেআরের হয়ে মাঠে নেমেছিলেন তিনি। কিন্তু তারপর থেকে আর একটি ম্যাচও খেলতে পারেননি নীতীশ রানা (Nitish Rana)। তবে অবশেষে ইতিবাচক খবর মিলল।


মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচের আগেই অনুশীলনে নেমে পড়লেন নীতীশ। শুক্রবার ৩ মে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ওয়াংখেড়েতে নিজেদের পরের ম্যাচে খেলতে নামবে কেকেআর। ম্যাচের জন্য মায়ানগরীর উদ্দেশে ইতিমধ্যেই উড়ে গিয়েছে গোটা কেকেআর দল। আজ অনুশীলনেও নেমে পড়েছে নাইট শিবির। নাইট সমর্থকদের মুখে হাসি ফুটিয়ে অনুশীলনে ফিরেছেন নীতীশ রানা। তারকা ক্রিকেটারের ওয়াংখেড়েতে ব্যাটিংয়ের একটি ভিডিও কেকেআরের তরফে সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করা হয়েছে। 


 






 


রানা মরশুমের প্রথম ম্যাচে আঙুলে চোট পান। তার জেরেই এতদিন মাঠের বাইরে থাকতে হয়েছিল তাঁকে। তবে তিনি ফিরছেন। আপাতত লিগ তালিকায় দুইয়ে থাকা কেকেআর প্লে-অফের দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছে। টুর্নামেন্টের 'বিজনেস এন্ড'-র আগে রানার দলে ফেরাটা যে কেকেআরের শক্তি বাড়াবে, তা বলাই বাহুল্য। 


তবে রানার ফেরার সুখবরের মাঝেই দুঃসংবাদও ভেসে এল কেকেআর শিবিরে। মুম্বইয়ের বিরুদ্ধে টুর্নামেন্টে দলের হয়ে ১১ উইকেট নেওয়া হর্ষিত রানাকে পাবে না নাইটরা। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচেই নজর কেড়েছিলেন তিনি। শেষ ওভারে মাত্র ১৩ রানের পুঁজি নিয়ে কেকেআরকে ম্যাচ জিতিয়েছিলেন। পাশাপাশি ময়ঙ্ক আগরওয়ালকে আউট করে চুম্বন ছুড়ে দিয়েছিলেন। হেনরিখ ক্লাসেনের সঙ্গেও বচসায় জড়িয়েছিলেন।


কেকেআরের সেই পেসারের বড়সড় শাস্তি হল এবার। আচরণবিধি ভাঙায় ম্যাচ ফি-র পুরোটাই জরিমানা হল। পাশাপাশি তাঁর ওপর নেমে এল নির্বাসনের খাঁড়া। এক ম্যাচ নির্বাসিত হলেন কেকেআর তারকা। ফলে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হর্ষিতকে পাবে না কলকাতা নাইট রাইডার্স


ঘটনাটি ঘটেছে সোমবার ইডেন গার্ডেন্সে কেকেআর বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচে। এই ম্যাচেই দিল্লির উইকেটকিপার, ব্যাটার অভিষেক পোড়েলকে আউট করার পরে তাঁকে 'সেন্ড অফ' দেন হর্ষিত রানা। তাতেই শুরু সমস্যার। তিনি অভিষেক পোড়েলকে আউট করার পরে তাঁকে মাঠ থেকে বেরিয়ে যাওয়ার মতো আঙুল দেখাতে থাকেন। আইপিএলের আচরণবিধি ভাঙার অভিযোগে কাঠগড়ায় হর্ষিত। আর তাতেই কড়া শাস্তির মুখে পড়ে গিয়েছেন তিনি।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: নিজের পার্পল ক্যাপ খুলে দিয়ে দিলেন যশপ্রীত বুমরা! ভাইরাল হল ভিডিও