লখনউ: আইপিএলের (IPL 2024) ৪৮তম ম্যাচে 'মেন ইন ব্লু'দের লড়াই। একদিকে রোহিত শর্মা, কেএল রাহুল (KL Rahul)। একদিকে হার্দিক পাণ্ড্য (Hardik Pandya) অপরদিকে ক্রুণাল পাণ্ড্য। একদিকে পীযূষ চাওলা তো অপর দলে রয়েছেন অমিত মিশ্র। দুই দিকেই তারকাদের ছড়াছড়ি। মুম্বই ইন্ডিয়ান্স ও লখনউ সুপার জায়ান্টস দুই শক্তিধর দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।
দুই দলই নিজেদের গত ম্যাচে পরাজিত হয়েছিল। দুই দলের জন্যই দুই পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। তবে লিগ তালিকায় পাঁচে থাকা লখনউ ১০ পয়েন্ট নিয়ে মুম্বইয়ের থেকে অনেকটাই ভাল জায়গায় রয়েছে। পল্টনরা সেখানে লিগ তালিকায় নয়ে রয়েছে। এই ম্যাচটা হার্দিক পাণ্ড্যদের কার্যত মরণ-বাঁচন ম্যাচ। শেষ চার ম্যাচের তিনটিতে হারা মুম্বইয়ের বিরুদ্ধে কিন্তু ঘরের মাঠে বেশ আত্মবিশ্বাসী হয়েই মাঠে নামবে।
কাদের ম্যাচ
আইপিএলে সোমবার মুখোমুখি লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) ও মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)।
কোথায় খেলা
লখনউয়ের একানা স্টেডিয়ামে আজকের ম্যাচ আয়োজিত হবে।
কখন শুরু
ম্যাচ শুরু সন্ধ্যা ৭.৩০-এ। তার আধ ঘণ্টা আগে, সন্ধ্যা ৭টায় হবে টস।
কোথায় দেখবেন
টিভিতে ম্যাচ সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে।
অনলাইন স্ট্রিমিং
যাঁরা টিভির সামনে বসার সুযোগ পাবেন না, হাতের স্মার্টফোনে দেখতে পাবেন ম্যাচের সরাসরি সম্প্রচার, জিও সিনেমা মোবাইল অ্যাপে।
হেড-টু-হেড
দুই দলের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে কিন্তু লখনউ সুপার জায়ান্টসই। এখনও পর্যন্ত চার সাক্ষাৎকারের তিনটিই জিতেছে লখনউ। একটিতে মুম্বই জয় পেয়েছে।
পিচ পরিস্থিতি
গত মরশুমে লখনউয়ের মাঠে দুই সম্পূর্ণ ভিন্ন ধরনের পিচ দেখা গিয়েছিল। এক পিচে প্রচুর রান উঠেছিল এবং আরেক পিচে ১৪০ তাড়া করতে গিয়েও দলগুলিকে বিপাকে পড়তে হয়। এবার অবশ্য এই মাঠে খেলা পাঁচ ম্যাচেই প্রথমে ব্যাট করে দলগুলি ১৬০ বা তার বেশি রান করেছে। আজকের ম্যাচেও মোটামুটি ১৮০-র আশেপাশে রান ওঠার পূর্বাভাস রয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: প্লে অফের পথে আরও একধাপ এগলো কেকেআর, দিল্লি ম্য়াচের পর পয়েন্ট টেবিলে কী পরিবর্তন হল?