MI vs DC LIVE Score: স্টাবসের ব্যাটিং ঝড়েও জয় অধরা, বিধ্বংসী বোলিংয়ে মুম্বইকে মরশুমের প্রথম দুই পয়েন্ট এনে দিলেন কোয়েৎজে

IPL 2024, MI vs DC LIVE Score: বর্তমানে লিগ তালিকায় সবার নীচে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। ঠিক তার ওপরের স্থানেই দিল্লি ক্যাপিটালস।

ABP Ananda Last Updated: 07 Apr 2024 07:20 PM
MI vs DC Live: মুম্বইয়ের প্রথম জয়

শেষ ওভারে মাত্র চার রান খরচ করলেন জেরাল্ড কোয়েৎজে। নন স্ট্রাইকেই রয়ে গেলেন স্টাবস। ২৯ রানে মরশুমের প্রথম জয় পেল মুম্বই ইন্ডিয়ান্স। দিল্লির ইনিংস শেষ হল ২০৫/৮।

MI vs DC Live Updates: দু'শো পার

১৯তম ওভারে উঠল ২১ রান। দুশো রানের গণ্ডি পার করল দিল্লি। তবে শেষ ওভারে জয়ের জন্য আরও ৩৪ রানের প্রয়োজন।

MI vs DC Live: কঠিন লক্ষ্য

ক্রমেই প্রথম জয়ের দিকে এগিয়ে যাচ্ছে মুম্বই। কঠিন হচ্ছে দিল্লির লক্ষ্য়। শেষ তিন ওভারে জয়ের জন্য প্রয়োজন ৬৩ রান। তবে গত ম্যাচের পর ফের একবার এই ম্যাচে প্রভাবিত করলেন ট্রিস্টান স্টাবস। মাত্র ১৯ বলে অর্ধশতরান পূরণ করলেন তিনি। ১৭ ওভার শেষে দিল্লির স্কোর ১৭২/৪। 

MI vs DC Live Updates: ছন্দে পৃথ্বী

আইপিএলের শুরুর দিকে সুযোগ পাচ্ছিলেন না তিনি। তবে আজ ব্যাট হাতে বেশ ছন্দেই পৃথ্বী। অর্ধশতরানের দোরগোড়ায় ৪৬ রানে ব্যাট করছেন তিনি। অভিষেক পোড়েলের সংগ্রহ ১২। ৮ ওভার শেষে দিল্লির স্কোর ৬৯/১।

MI vs DC Live: শেফার্ডের সাফল্য

ব্যাট হাতে ঝড় তুলেছিলেন। বল হাতে নিয়ে নিজের প্রথম ওভারেই সাফল্যও পেলেন রোমারিও শেফার্ড। ওয়ার্নারকে ১০ রানে আউট করলেন তিনি। চার ওভার শেষে স্কোর ২৪/১। 

MI vs DC Live: ৩২ রানের ওভার

শেষ ওভারে অনরিক নখিয়ার বিরুদ্ধে ৩২ রান তুললেন রোমারিও শেফার্ড। চারটি ছয় ও দুইটি চার মারলেন তিনি। ১০ বলে ৩৯ রান করলেন তিনি। ৪৫ রানে অপরাজিত রইলেন তিনি। ২০ ওভার শেষে পাঁচ উইকেটে ২৩৪ রান তুলল মুম্বই।  

MI vs DC Live: ৩২ রানের ওভার

শেষ ওভারে অনরিক নখিয়ার বিরুদ্ধে ৩২ রান তুললেন রোমারিও শেফার্ড। চারটি ছয় ও দুইটি চার মারলেন তিনি। ১০ বলে ৩৯ রান করলেন তিনি। ৪৫ রানে অপরাজিত রইলেন তিনি। ২০ ওভার শেষে পাঁচ উইকেটে ২৩৪ রান তুলল মুম্বই।  

MI vs DC Live Updates: দুরন্ত পার্টনারশিপ ভাঙল

দলের হয়ে চাপের মুখে জ্বলে উঠলেন অধিনায়ক হার্দিক, সঙ্গী টিম ডেভিড। দুইজনে পঞ্চম উইকেটে অর্ধশতরানের পার্টনারশিপ গড়ে ফেলেছিলেন। তবে ৩৯ রানে পাণ্ড্যকে ফেরালেন নখিয়া। ১৮ ওভার শেষে স্কোর ১৮৩/৫। ডেভিড ৩৪ রানে ব্যাট করছেন। 

MI vs DC Live: চতুর্থ উইকেটের পতন

অক্ষরের জন্য ম্যাচটা স্বপ্নের মতোই কাটছে। দুইটি উইকেট নিয়েছিলেন তিনি এবার পয়েন্টে তিলক বর্মার দুরন্ত ক্যাচ ধরলেন। ছয় রানে ফিরলেন তিনি। চতুর্থ উইকেট হারিয়ে ফেলল মুম্বই ইন্ডিয়ান্স। ১৩ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ১২৩/৪। 

MI vs DC Live Updates: ঈশান আউট

শর্ট পিচ বলে বাউন্ডারি কার্যত লেখা ছিল। সজোরে প্রহারও করেন ঈশান। কিন্তু এক হাত বাড়িয়ে অনবদ্য ক্যাচে ঈশানকে সাজঘরে ফেরত পাঠালেন অক্ষর। ৪২ রানে থামল তাঁর ইনিংস। ১১১ রানে তৃতীয় উইকেট হারাল পল্টনরা।  

MI vs DC Live: প্রত্যাবর্তন ম্যাচে ব্যর্থ সূর্য

তাঁর মাঠে ফেরার জন্য সকলেই অপেক্ষা করছিল। কিন্তু প্রত্যাবর্তন ম্যাচে রান পেলেন  না রোহিত। খাতা খোলার আগেই তাঁকে সাজঘরে ফেরালেন অনরিক নখিয়া। পরপর দুই ওভারে দুই উইকেট হারাল মুম্বই ইন্ডিয়ান্স। ৮ ওভার শেষে স্কোর ৮৪/২।   

MI vs DC Live Updates: মাইলফলক ছুঁয়েই আউট রোহিত

অক্ষরের বিরুদ্ধে প্রথম ওভারে ১৪ রান উঠে। তবে সেই অক্ষরই রোহিতকে সাজঘরে ফেরালেন অক্ষর। ৪৯ রানে আউট হলেন রোহিত। সাত ওভার শেষে স্কোর ৮০/১। এই ম্যাচেই দিল্লির বিরুদ্ধে হাজার আইপিএল রানের গণ্ডি পার করেন রোহিত।  

MI vs DC Live Updates: পাওয়ার প্লে শেষ

পঞ্চম ওভারেই বিনা উইকেটে অর্ধশতরানের গণ্ডি পার করে ফেলল মুম্বই ইন্ডিয়ান্স। পাওয়ার প্লের ছয় ওভার শেষে মুম্বইয়ের স্কোর বিনা উইকেটে ৭৫। রোহিত বর্তমানে ৪৯ রানে ব্যাট করছেন ঈশানের সংগ্রহ ২০ রান।

MI vs DC Live Updates: পাওয়ার প্লে শেষ

পঞ্চম ওভারেই বিনা উইকেটে অর্ধশতরানের গণ্ডি পার করে ফেলল মুম্বই ইন্ডিয়ান্স। পাওয়ার প্লের ছয় ওভার শেষে মুম্বইয়ের স্কোর বিনা উইকেটে ৭৫। রোহিত বর্তমানে ৪৯ রানে ব্যাট করছেন ঈশানের সংগ্রহ ২০ রান।

MI vs DC Live: দুই ওভারে ২১

ইনিংসের প্রথম দুই ওভারে রোহিত শর্মা ও ঈশান কিষাণের ওপেনিং জুটি মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ২১ রান যোগ করে ফেলেছেন। রোহিত ১০ ও ঈশান পাঁচ রানে ব্যাট করছেন।

MI vs DC Live Updates: ফিরলেন সূর্য, অভিষেক কুশাগ্রর

চোট সারিয়ে অবশেষে ফিরলেন সূর্যকুমার যাদব। সূর্যসহ মুম্বই দলে মোট তিন বদল করা হয়েছে। মহম্মদ নবি এবং রোমারিও শেফার্ডও একাদশে এলেন। বাদ পড়লেন নমন, মাফাকা ও ব্রেভিস। অপরদিকে কুমার কুশাগ্র নিজের আইপিএল অভিষেক ঘটাচ্ছেন। দিল্লির হয়ে প্রথমবার খেলতে নামছেন ঝাই রিচার্ডসনও।

MI vs DC Live: টস জিতল দিল্লি

মুম্বইয়ের বিরুদ্ধে টস জিতে প্রথম বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন দিল্লি অধিনায়ক ঋষভ পন্থ। 

MI vs DC Live Updates: সোমনাথে হার্দিক

চলতি মরশুমে এখনও জয়হীন মুম্বই ইন্ডিয়ান্স। প্রশ্ন উঠেছে তাঁর অধিনায়কত্ব নিয়েও। এরই মাঝে মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পাণ্ড্যকে সোমনাথ মন্দিরে পুজো দিতে দেখা গেল। শুক্রবার মন্দির কর্তৃপক্ষের তরফে হার্দিকের পুজো দেওয়ার এক ছবি পোস্ট করা হয়েছে। 

MI vs DC Live: মহাতারকাদের আড্ডা

রোহিত শর্মা-ঋষভ পন্থের আলিঙ্গন হোক বা সৌরভ, সচিনের আলাপচারিতা, ২২ গজের দ্বৈরথের আগে দুই শিবিরে মহাতারকাদের মধ্যে কিন্তু বন্ধুত্ব ও সম্প্রীতির ছবিই ধরা পড়েছে।

প্রেক্ষাপট

মুম্বই: ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বই। ভারতীয় ক্রিকেটের একাধিক অমরগাথা লেখা হয়েছে যে মাঠে। ২০১১ সালের ২ এপ্রিল এই মাঠেই শ্রীলঙ্কাকে হারিয়ে মহেন্দ্র সিংহ ধোনিদের (MS Dhoni) বিশ্বকাপ জয়। তার ২ বছর পর এই মাঠেই কেরিয়ারের শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন সচিন রমেশ তেন্ডুলকর।


সেই মাঠেই শনিবার দেখা হয়ে গেল দুই পুরনো বন্ধুর। একজন কিংবদন্তি ব্যাটার। ভারতীয় দলের অধিনায়কও ছিলেন। তবে নেতৃত্বের চাপ ব্যাটিংয়ে প্রভাব ফেলছে এবং ব্য়াটিংয়ে আরও মনোনিবেশ করার জন্য নিজেই অধিনায়কের পদ ছেড়ে দেন তিনি। এবং, ভারতীয় ক্রিকেট বোর্ড ও নির্বাচকদের অধিনায়ক হিসাবে আর একজনের নাম  সুপারিশ করেন।


সেদিনের সেই নেতৃত্ব ছাড়া ক্রিকেটার, কিংবদন্তি সচিন তেন্ডুলকর। আর তাঁর সুপারিশে যাঁকে অধিনায়ক করা হয়েছিল, পরবর্তীকালে তিনি জাতীয় দলের প্রবাদপ্রতিম অধিনায়ক হয়ে ওঠেন, তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়। একটা সময় ওয়ান ডে ক্রিকেটের বিশ্বখ্যাত ওপেনিং জুটি। শনিবার তাঁদের ফের দেখা হয়ে গেল ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে।


রবিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএলের ম্যাচে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ও দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। এবং সেই ম্যাচে যুযুধান দুই শিবিরে বসবেন সচিন ও সৌরভ। সচিন এখন মুম্বই ইন্ডিয়ান্সের মেন্টর। সৌরভ দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট। তার আগের দিন সৌরভ ও সচিনের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে মুম্বই ইন্ডিয়ান্স। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল।


যদিও আইপিএলের (IPL 2024) পয়েন্ট টেবিলের ছবি দেখলে দুই কিংবদন্তিই অস্বস্তিতে থাকবেন। কারণ, পয়েন্ট টেবিলের তলানিতে দুই দল। ৪ ম্যাচের মধ্যে মাত্র একটি জয় পেয়েছে দিল্লি ক্যাপিটালস। একটি ম্যাচে জয়। ২ পয়েন্ট সহ টেবিলে নয় নম্বরে রয়েছেন ঋষভ পন্থরা। মুম্বই আরও খারাপ জায়গায়। তিনটি ম্যাচে টানা পরাজয়। হারের হ্যাটট্রিক করে বসে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। পয়েন্ট টেবিলে খাতা খুলতে পারেনি এখনও। দশ দলের টুর্নামেন্টে দশ নম্বরে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।


রবিবার অবশ্য দুই বন্ধু একে অন্যের প্রতিপক্ষ। শেষ হাসি হাসবেন কে?

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.