Robin Uthappa: ''রাতে ঘুমোতে পারতেন না ধোনি..'', কোন প্রসঙ্গে এই কথা বললেন উথাপ্পা

Uthappa On Dhoni: ধোনির নেতৃত্বে ২০০৭ সালের টি-টােয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন উথাপ্পা। এরপর সিএসকে ক্যাম্পে একসঙ্গে খেলেছেন।

Continues below advertisement

চেন্নাই: জাতীয় দলের জার্সিতে একসঙ্গে খেলেছেন। আইপিএলেও একসঙ্গে খেলেছেন। খুব কাছ থেকে দেখেছেন একে অপরকে। এবার মহেন্দ্র সিংহ ধোনির প্রশংসায় পঞ্চমুখ হলেন রবিন উথাপ্পা। ধোনির নেতৃত্বে ২০০৭ সালের টি-টােয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন উথাপ্পা। এরপর সিএসকে ক্যাম্পে একসঙ্গে খেলেছেন। কিছুদিন আগেই ক্রিকেটের সব ফর্ম্যাট থেকে অবসর নিয়েছেন উথাপ্পা। তবে আসন্ন আইপিএলে কমেন্ট্রি বক্সে দেখা যাবে তাঁকে।

Continues below advertisement

কী বলছেন উথাপ্পা?

ধোনির সঙ্গে ড্রেসিংরুম ভাগ করে নেওয়ার অভিজ্ঞতা থেকে উথাপ্পা বলছেন, ''নিজের সিদ্ধান্ত সম্পর্কে ভীষণভাবে ওয়াকিবহাল থাকতেন ধোনি। নিজের ভাবনা চিন্তাকর কাছে পরিষ্কার থাকতেন তিনি। তাই এত সাফল্য পেয়েছেন ধোনি। কখনও কখনও যদি কোনও ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতেন ধোনি, আর তার জন্য দল যদি হেরে যেত, তাহলে রাতে ঘুমোতে পারতেন না ধোনি।'' উথাপ্পা আরও বলেন, ''একজন ভাল অধিনায়ক যখন কোনও সিদ্ধান্ত নেন তার অন্তত ৪-৫ বার সঠিক হয়। ধোনি এতটাই ভাল অধিনায়ক যে তিনি কোনও সিদ্ধান্ত ১০ বার নিলে তার মধ্যে ৮-৯ বারই তা সফল হত।''

দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে জয় অজিদের

ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতকে ১০ উইকেটে হারিয়ে দিল অস্ট্রেলিয়া। মাত্র ১১৮ রান তাড়া করতে নেমে ১১ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিল স্টিভ স্মিথের দল। ওপেনিংয়ে নেমে মিচেল মার্শ ও ট্রাভিস হেড ২ জনেই অপরাজিত অর্শতরানের ইনিংস খেললেন। অল্প রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্য়াটিং শুরু করেছিলেন মার্শ ও হেড। 

৩০ বলে অপরাজিত ৫১ রানের ইনিংস খেলেন ট্রাভিস হেড। নিজের ইনিংসে ১০টি বাউন্ডারি হাঁকান বাঁহাতি অজি তারকা। অন্যদিকে ৩৬ বলে ৬৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন মিচেল মার্শ। তিনি তাঁর ইনিংসে ৬টি বাউন্ডারি ও ৬টি ওভার বাউন্ডারি ডানহাতি অজি অলরাউন্ডার। 

এর আগে এদিন টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া দল। গত ম্যাচে পারবারিক কারণে ভারতের হয়ে মাঠে নামেননি রোহিত শর্মা (Rohit Sharma)। তবে এই ম্যাচে একাদশে ফেরেন ভারতীয় অধিনায়ক। রোহিতের পাশাপাশি একাদশে সুযোগ পান অক্ষর পটেলও। রোহিত ও অক্ষরের দলে আসায় একাদশ থেকে বাদ পড়েন ঈশান কিষাণ ও শার্দুল ঠাকুর। 

প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় ভারতীয় দল। প্রথম ওভারেই শূন্য রানে সাজঘরে ফেরেন শুভমন গিল। তবে রোহিত শর্মা ও বিরাট কোহলি ইনিংস সামাল দেওয়ার চেষ্টা করেন। দ্রুত গতিতে রান তুলছিলেন সবচেয়ে অভিজ্ঞ দুই ভারতীয় ব্যাটার। তবে পঞ্চম ওভারেই ছন্দপতন ঘটে। পরপর বলে রোহিত (১৩) ও সূর্যকুমার যাদবকে (০) ফেরান স্টার্ক। গত ম্যাচে ব্যাট হাতে ভারতের ত্রাতা হয়ে উঠেন কেএল রাহুল। তবে এই ম্যাচে তিনিও ব্যর্থ। ৯ রানে ফেরেন তিনি।

Continues below advertisement
Sponsored Links by Taboola