মুম্বই: দেশের একমাত্র আইপিএল ফ্র্যাঞ্চাইজি, যেই ফ্র্যাঞ্চাইজির অধিনায়ককেই বারবার খোঁটা শুনতে হচ্ছে মাঠে নামলেই। পরপর ২ ম্য়াচে হার। প্রথম ম্য়াচে চেন্নাই সুপার কিংস ও পরের ম্য়াচে সানরাইজার্স হায়দরাবাদ। মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) হাল সত্যিই খারাপ এবারের আইপিএল মরশুম শুরুর থেকেই। আর মাঠের লড়াই তো দূর অস্ত। দলের অধিনায়ক হিসেবে হার্দিক পাণ্ড্যকে অনেকেই মেনে নিতে পারছেন না। আর সূত্র মারফৎ কিছু বিস্ফোরক তথ্য সামনে এসেছে। সেখানে জানা যাচ্ছে যে মুম্বই শিবির প্রায় একপ্রকার ২ ভাগে বিভক্ত হয়ে গিয়েছে বর্তমানে। 


সূত্র মারফৎ জানা যাচ্ছে, মুম্বই শিবিরে এই মুহূর্তে দুটো ভাগে বিভক্ত। হার্দিক পাণ্ড্যর নেতৃত্বভার পাওয়ার পর থেকেই এই বিষয়টি মূলত মাথাচাড়া দিয়ে উঠেছে। জানা যাচ্ছে যে সূর্যকুমার যাদব, যশপ্রীত বুমরার মত তারকা ক্রিকেটাররা রোহিতের পক্ষে রয়েছে। তিলক ভার্মার মত তরুণ ক্রিকেটারও রোহিতের পক্ষেই রয়েছেন। অন্য়দিকে ঈশান কিষাণ নাকি হার্দিক পাণ্ড্যর গ্রুপের সদস্য। টিম ম্যানেজমেন্টের মধ্যেও নাকি বিভাজন শুরু হয়ে গিয়েছে। বারবার এমন অনেক ছবি দেখা গিয়েছে যেখানে কায়রন পোলার্ড, লাসিথ মালিঙ্গার মত ব্যক্তিত্বদের সামনেও কুছ পরোয়া নেহি মনোভাব হার্দিকের। সোশ্য়াল মিডিয়ায় যা নিয়ে হার্দিককে ট্রোলের শিকারও হতে চলেছে। 


জানা গিয়েছে মার্ক বাউচারের সঙ্গে রোহিতের সম্পর্ক খুব একটা ভাল নেই এখন। এমনকী রোহিতের নেতৃত্ব হারানোর বিষয়ে বাউচারের মতও নেওয়া হয়েছিল। আকাশ আম্বানির সঙ্গেও হিটম্য়ানের সুসম সম্পর্ক এখন আর নেই। এমন টুকরো টুকরো ঘটনার প্রভাব পড়েছে ম্য়াচেও। টানা দুটো ম্য়াচে হারতে হয়েছে। হার্দিকের ক্যাপ্টেন্সির মান নিয়েও চরম সমালোচনা হচ্ছে।


রোহিত শর্মা কিছুদিন আগেই দুশো ম্য়াচ খেলেছেন মুম্বইয়ের হয়ে। তিনি মুম্বই ইন্ডিয়ান্সের কিংবদন্তি। অধিনায়ক হিসাবে মুকেশ ও নীতা অম্বানির দলকে জিতিয়েছেন পাঁচ-পাঁচটি আইপিএল। গত বুধবার অনন্য এক মাইলফলক স্পর্শ করলেন। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে দুশোতম আইপিএল ম্যাচ খেলতে নামলেন হিটম্যান। আর তাঁর এই বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে রাখতে উদ্যোগী হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। বিশেষ জার্সি দিয়ে বরণ করে নেওয়া হয় হিটম্য়ানকে। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্য়াচের আগে এই মুহূর্তকে স্মরণীয় করে রাখার জন্য রোহিতের হাতে বিশেষ জার্সি তুলে দেওয়া হল। যে জার্সির পিছনে জ্বলজ্বল করছে ২০০। বিশেষ ম্যাচে এই জার্সি পরেই মাঠে নেমেছেন রোহিত।