দুবাই: আইপিএল অভিযানের শুরুটা দুর্দান্ত করেছে দিল্লি ক্যাপিটালস। পরপর দু ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে কোচ রিকি পন্টিং-অধিনায়ক শ্রেয়স আইয়ারের দল।
তিন উইকেট তুলে নিলেন তিনি। ৪ ওভারে খরচ করলেন মাত্র ২৬ রান। টুর্নামেন্টে মোট ৫ উইকেট নিয়ে মহম্মদ শামির থেকে পার্পল ক্যাপ (সর্বোচ্চ উইকেটশিকারীদের স্বীকৃতি) ছিনিয়ে নিলেন তিনি। শামি ২ ম্যাচে পেয়েছেন ৪ উইকেট। ম্যাচের পর রাবাডা কৃতিত্ব দিলেন স্পিনারদের। বললেন, ‘মাঝের ওভারগুলোয় স্পিনাররা দারুণ বল করেছে। অক্ষর (পটেল) খুব কৃপণ বোলিং করেছে। মিশ্র (অমিত) খুব দক্ষ বোলার। মাঝের ওভারগুলো ওরা পুরো নিয়ন্ত্রণ করেছে। সেই কারণে ডেথ ওভারে আমরা চাপ তৈরি করতে পেরেছিলাম।’
৩ ম্যাচ খেলে দুটিতে হারল চেন্নাই সুপার কিংস। পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে রয়েছে মহেন্দ্র সিংহ ধোনির দল। তবে টুর্নামেন্টে মোট ১৭৩ রান করে অরেঞ্জ ক্যাপ দখল করেছেন ফাফ ডুপ্লেসি। শুক্রবার ৪৪ রানে হারা ম্যাচে ৩৫ বলে ৪৩ রান করলেন তিনি। সিএসকে-র পরের ম্যাচ ২ অক্টোবর। ঘুরে দাঁড়াতে মাঝের এই সময়টাকে কাজে লাগাতে চায় সিএসকে শিবির।
পয়েন্ট টেবিলের শীর্ষে দিল্লি, শামির থেকে পার্পল ক্যাপ ছিনিয়ে নিলেন রাবাডা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 Sep 2020 11:45 PM (IST)
শুক্রবার দিল্লির জয়ে বল হাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাডা।
NEXT
PREV
আইপিএল (ipl) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -