PBKS vs MI Live Score, IPL 2024: ব্যর্থ আশুতোষের লড়াই, ৯ রানে রুদ্ধশ্বাস ম্যাচ জিতল মুম্বই ইন্ডিয়ান্স

PBKS vs MI: ১৯৩ রান তাড়া করতে নেমে ১৮৩ রানে শেষ পাঞ্জাব কিংস।

ABP Ananda Last Updated: 18 Apr 2024 11:39 PM
IPL Live Score: হল না শেষরক্ষা, ৯ রানে জিতল মুম্বই ইন্ডিয়ান্স

আশুতোষ শর্মার দুরন্ত লড়াই সত্ত্বেও ১৮৩ রানে অল আউট হয়ে গেল পাঞ্জাব কিংস। ৯ রানে রুদ্ধশ্বাস ম্যাচ জিতল মুম্বই ইন্ডিয়ান্স।

PBKS vs MI Live Score: মোড় ঘোরানো উইকেট

পাঞ্জাবকে জয়ের দোরগোড়ায় এনে দিয়েছেন। কিন্তু ম্যাচ শেষ করতে পারলেন না। ৬১ রানে ফিরতে হল আশুতোষকে। এখনও পাঞ্জাবের জয়ের জন্য ২৫ রানের প্রয়োজন। তবে হাতে রয়েছে মাত্র দুই উইকেট।

PBKS vs MI Live Updates: অনবদ্য আশুতোষ

মাত্র ২৩ বলে নিজের আইপিএল কেরিয়ারের প্রথম অর্ধশতরান পূরণ করলেন আশুতোষ শর্মা। তাঁর ব্যাটেই এখনও পাঞ্জাব জয়ের স্বপ্ন দেখছে। ১৬ ওভার শেষে পাঞ্জাবের স্কোর ১৬৫/৭। চার ওভারে পাঞ্জাবের জিততে আরও ২৮ রানের প্রয়োজন। 

PBKS vs MI Live Score: শশাঙ্কের লড়াকু ইনিংসের সমাপ্তি

শশাঙ্ক সিংহ ফের একবার পাঞ্জাবের হয়ে লোয়ার অর্ডারে লড়াই করছিলেন। তাঁর লড়াকু ইনিংস সমাপ্ত করলেন যশপ্রীত বুমরা। পাঞ্জাবের শেষ আশা আশুতোষ শর্মা। তিনি ৪৩ রানে অপরাজিত রয়েছেন। ১৪ ওভার শেষে পাঞ্জাবের স্কোর ১২৮/৭।

PBKS vs MI Live Updates: আধা দল সাজঘরে

শ্রেয়স গোপালের বলে সহজ ক্যাচ দিয়ে ১৩ রানে সাজঘরে ফিরলেন হরপ্রীত ভাটিয়া। আধা পাঞ্জাব দল সাজঘরে ফিরে গেল। সাত ওভার শেষে স্কোর ৫০/৫।

PBKS vs MI Live Score: পাওয়ার প্লে শেষ

পাওয়ার প্লের ছয় ওভারে পাঞ্জাবের স্কোর চার উইকেটের বিনিময়ে ৪০ রান।

PBKS vs MI Live Updates: দুঃস্বপ্নের শুরু

পাঞ্জাবের শুরুটা ভয়ানক থেকে দুঃস্বপ্নের রূপান্তরিত হচ্ছে। এবার লিভিংস্টোনও ফিরলেন সাজঘরে। কোয়েৎজের গতিতে পরাজিত হলেন তিনি। পুল মারতে গিয়ে সম্পূর্ণ ব্যর্থ লিভিংস্টোনের ক্যাচ বাঁ-দিকে ঝাঁপিয়ে দুরন্তভাবে ধরলেন কোয়েৎজে। তিন ওভার শেষে পাঞ্জাবের স্কোর চার উইকেটের বিনিময়ে ২১ রান। 

PBKS vs MI Live Score: জোড়া সাফল্য

বিধ্বংসী বুমরা। লেট ইনসুইংয়ে রাইলি রুসোর উইকেট উড়িয়ে দিলেন বুমরা। পাঞ্জাবের হয়ে নিজের অভিষেক ম্যাচে মাত্র এক রানে ফিরলেন প্রোটিয়া ব্যাটার। একই ওভারে ছয় রানে সাজঘরে ফিরলেন কারানও। লেগ সাইডের বলে হালকা খোঁচা দিয়ে সাজঘরে ফিরলেন পাঞ্জাবের অধিনায়ক। আম্পায়ার যদিও শুরুতে তাঁকে আউট দেননি। তবে রিভিউয়ের সুবাদে সাফল্য পেল মুম্বই। দুই ওভার শেষে পাঞ্জাবের স্কোর ১৪/৩।

PBKS vs MI Live Updates: প্রথম ওভারেই উইকেট

অনুপস্থিত ধবন। তাঁর বদলে ব্যাট হাতে ওপেনারের ভূমিকায় নেমে পড়লেন স্যাম কারান। ইনিংসের প্রথম বলেই হাঁকালেন চার। তবে তৃতীয় বলেই প্রভসিমরণ সিংহকে খাতা খোলার আগেই ফেরালেন জেরাল্ড কোয়েৎজে। প্রথম ওভারে উঠল ১২ রান।

PBKS vs MI Live Score: দুর্দান্ত শেষ ওভার

ইনিংসের শেষ ওভারে মাত্র সাত রান খরচ করলেন হর্ষল পটেল। শেষ ওভারে দুই উইকেট পড়ল। ২০ ওভারে সাত উইকেটের বিনিময়ে ১৯২ রান তুলল মুম্বই।

PBKS vs MI Live Updates: পরপর দুই ওভারে দুই উইকেট

পরপর ওভারে দুই উইকেট হারাল মুম্বই ইন্ডিয়ান্স। ৭৮ রানে সেট সূর্যকুমারকে ফেরান কারান। ১০ রানে হর্ষলের বলে হার্দিক আউট হন। ১৯ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ১৮৫/৪।

PBKS vs MI Live Score: রোহিত আউট

স্যাম কারানের বিরুদ্ধে বড় শট মারতে গিয়ে পয়েন্টে ধরা পড়লেন রোহিত শর্মা। ৯৯ রানে দ্বিতীয় উইকেট হারায় পল্টনরা। ৩৬ রানে আউট হলেন রোহিত। ১৩ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ১০৯/২।

PBKS vs MI Live Updates: সূর্যর হাফসেঞ্চুরি

৩৪ বলে এবারের আইপিএলে নিজের অর্ধশতরান পূরণ করলেন সূর্যকুমার যাদব। শতরানের দোরগোড়ায় মুম্বই ইন্ডিয়ান্স। ১১ ওভার শেষে স্কোর এক উইকেটের বিনিময়ে ৯৬ রান।

PBKS vs MI Live Score: পাওয়ার প্লে শেষ

পাওয়ার প্লের ছয় ওভার শেষে মুম্বইয়ের স্কোর ৫৪/১। ষষ্ঠ ওভারে উঠল ১১ রান। রোহিত ২৪ ও সূর্যকুমার ২২ রানে ব্যাট করছেন।

PBKS vs MI Live Updates: প্রথম সাফল্য

ঈশান কিষাণকে আট রানে ফিরিয়ে পাঞ্জাবকে প্রথম সাফল্য এনে দিলেন কাগিসো রাবাডা। তিন ওভার শেষে মুম্বইয়ের স্কোর ২৭/১। রোহিত ১০ ও সূর্যকুমার নয় রানে ব্যাট করছেন।

PBKS vs MI Live Score: টস জিতল পাঞ্জাব

মুম্বইয়ের বিরুদ্ধে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন পাঞ্জাব কিংস অধিনায়ক স্যাম কারান।

প্রেক্ষাপট

মুল্লাপুর: আইপিএলে (IPL) আজ মুখোমুখি পাঞ্জাব কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স (PBKS vs MI)। এবং সেই ম্যাচের আগে বিরাট ধাক্কা পাঞ্জাব কিংস শিবিরে। চলতি আইপিএলে পাঞ্জাব কিংসের একজন ব্যাটারই দেড়শো রান পেরিয়েছিলেন। আর তিনিই কি না কাঁধের চোটে মাঠের বাইরে! শিখবর ধবনকে ছাড়াই বৃহস্পতিবার মুম্বই ইন্ডিয়ান্সের মোকাবিলা করতে হচ্ছে পাঞ্জাব কিংসকে।


অন্যদিকে, মুম্বই ইন্ডিয়ান্সে এমন তিনজন ব্যাটার রয়েছেন, যাঁরা দেড়শোর বেশি রান করেছেন চলতি আইপিএলে। মুম্বইয়ের দুই ওপেনারই ছন্দে রয়েছেন। রোহিত শর্মা ও ঈশান কিষাণ ওপেনিং জুটিতে ৩০৮ রান যোগ করেছেন। যা চলতি আইপিএলে দ্বিতীয় সর্বোচ্চ। ৬ ইনিংসের মধ্যে চারটিতে পঞ্চাশ বা তার বেশি রানের জুটি গড়েছেন দুজনে। সবচেয়ে বড় কথা, ওভার প্রতি ১১ রান করে তুলছেন দুজনে।


পাঞ্জাব কিংসের ব্যাটিংয়ে এত বড় নামও নেই। ছন্দও নেই। পাঞ্জাবের দুই ওপেনার শিখর ধবন ও জনি বেয়ারস্টো সেখানে মাত্র ৮.৩৩ গড়ে ১৬৮ রান তুলেছেন। আগের ম্যাচে চোট পাওয়া ধবনের পরিবর্তে অথর্ব তাইডে ওপেন করেছিলেন। কিন্তু তাতেও ছবিটা পাল্টায়নি। 


তুলনা শুধু সেখানেই শেষ নয়। মুম্বই ইন্ডিয়ান্স চলতি আইপিএলে ৬৭ ছক্কা মেরেছে। টুর্নামেন্টে এখনও পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ। যেখানে পাঞ্জাব কিংস ৪৪টি ছক্কা মেরেছেন। পাওয়ার প্লে-তে ২৩টি ছক্কা মেরেছে মুম্বই ইন্ডিয়ান্স। পাঞ্জাব সেখানে মেরেছে মাত্র ৪টি। যদিও পয়েন্ট টেবিলে দুই দলের অবস্থান মোটেও আশাপ্রদ নয়। পাঞ্জাব ৬ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে রয়েছে ৮ নম্বরে। সমান পয়েন্ট পেয়ে ৯ নম্বরে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। বৃহস্পতিবার যে দল হারবে, তারা প্লে অফের দৌড়ে বেশ চাপে পড়ে যাবে।


বোলিং আক্রমণ নিয়ে সমস্যায় দুই দলই। যশপ্রীত বুমরা দুরন্ত ছন্দে। ওভার প্রতি মাত্র ৬.০৮ রান খরচ করে ১০ উইকেট নিয়েছেন বুমরা। কিন্তু মুম্বইয়ের সামগ্রিক বোলিংয়ের ছবিটা ভীষণই খারাপ। সকলের মিলিতভাবে ইকনমি রেট ১০.০৪। অর্থাৎ ওভার প্রতি দশ রানেরও বেশি করে খরচ করছেন মুম্বই বোলাররা।


মুল্লাপুরের পিচে ব্যাটাররা দ্রুত গতিতে রান তুলতে পারছেন না। বোলাররা সুবিধা পাচ্ছেন। এই মাঠে পাওয়ার প্লে-র ৬ ওভারে ৭.১১ করে রান হচ্ছে। যা চলতি মরশুমে সর্বনিম্ন। বৃহস্পতিবার রোহিত-ঈশানের সামনে তাই ঝোড়ো শুরু দেওয়াটা চ্যালেঞ্জিং হতে চলেছে। শেষ হাসি কাদের জন্য তোলা রয়েছে?

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.