দুবাই: সামনে পঞ্চমবার আইপিএল খেতাবজয়ের হাতছানি। ফাইনালে স্থান পাকা করে কিছুটা বিশ্রামের পর ফের শুরু হয়ে গিয়েছে মেগা ম্যাচের প্রস্তুতি। আর তাঁর মাঝেই একেবারে ফুরফুরে মেজাজে মুম্বই ইন্ডিয়ান্স শিবির। সোশ্যাল মিডিয়ায় দলের ক্রিকেটারদের খুনসুটির ভিডিও সামনে এনেছে মুম্বই ফ্র্যাঞ্চাইজি। আর সেখানেই পাণ্ড্য ভাইদের মধ্যে কে বেশি স্মার্ট সেটা বেছে নিলেন কিয়েরন পোলার্ড।


ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডারের সাফ কথা, আমি তো বলে বেড়াই দলে একজন রয়েছে হার্দিক পাণ্ড্য। আর আর একজন বেশি স্মার্ট পাণ্ড্য। মস্করার ছলে দাদা ক্রুণালকে বেশি স্মার্ট বললেও ক্রিকেটার হার্দিকের প্রশংসায় পঞ্চমুখ ‘পলি’।

হার্দিক প্রসঙ্গে পোলার্ড বলেছেন, ‘মাঠের বাইরে মিশুকে, আড্ডাবাজ আর মাঠে তেমনই লড়াকু ক্রিকেটার হার্দিক। পরিস্থিতি যেমনই হোক না কেন ও প্রচণ্ড আত্মবিশ্বাসী থাকে। নিজের দক্ষতার ওপর আস্থা রেখে সবসময় সেরাটা দিতে চেষ্টা করে। যে মানসিকতা আমার সঙ্গে খুব মেলে।’



হার্দিক, কুণাল দুজনেই খুব তাড়াতাড়ি লোকজনের সঙ্গে মিশে যেতে পারে। সঙ্গে মাঠে নেমে সিরিয়াস ক্রিকেট খেলতে পছন্দ করে। মাঠের বাইরে বন্ধুত্বটা আসলে খেলার সময়ও কাজে দেয়।

ফাইনালের জন্য সবটা দিয়ে তৈরি হলেও আসলে মুম্বই দলের ইউএসপি যে ক্রিকেটারদের বন্ধুত্ব, সেটাও জানান পোলার্ড। ক্যারিবিয়ান বিগ হিটারের মতে, ক্রিকেট তো কেউ খেলবে ১৫-২০ বছর। কিন্তু আসল তো খেলার সময় তৈরি করা বন্ধুত্বগুলো। সেগুলোই তো সারাজীবনের জন্য সঙ্গী হবে।