অযোধ্যা: ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরেj (Ram Mandir) উদ্বোধন। ওইদিন 'রামলালা'র 'প্রাণপ্রতিষ্ঠা' করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই অনুষ্ঠান ঘিরে জোরকদমে চলছে প্রস্তুতি। গোটা দেশের বিভিন্ন ক্ষেত্রে তারকাদের সেই উপলক্ষ্যেই অযোধ্যায় উপস্থিত থাকার আমন্ত্রণ দেওয়া হয়েছে। সেই তালিকায় সামিল হলেন তারকা ক্রিকেটার বিরাট কোহলি (Virat Kohli) ও বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma)। কোহলিদের যে আমন্ত্রণ জানানো হবে, তার জল্পনা ছিলই। এবার তারকা জুটির হাতে আমন্ত্রণপত্র তুলে দেওয়া হল। 


এখন সাজ সাজ রব অযোধ্যা (Ayodhya) জুড়ে। মোদি, যোগীর মতো রাজনৈতিক নেতা, সন্ন্যাসী, ভক্তদের পাশাপাশি ঐতিহাসিক দিনে আমন্ত্রিত বহু বিশিষ্টজন। যাঁদের মধ্যে রয়েছেন নামী খেলোয়াড়, ধনকুবের শিল্পপতি, বলিউডের তারকা, সাংবাদিক, কবিরাও। সেই তালিকায় রয়েছেন ক্রিকেটাররাও। এর আগে সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিংহ ধোনির মতো প্রাক্তন ক্রিকেটাররা এই অনুষ্ঠানে জন্য আমন্ত্রণপত্র পেয়েছেন। ১৩ জানুয়ারি সচিনের বাড়িতে গিয়ে তাঁকে এই অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানানো হয়। ১৫ তারিখ আমন্ত্রণপত্র পান মহেন্দ্র সিংহ ধোনি। এবার সেই তালিকায় সামিল হলেন বিরাট-অনুষ্কার তারকা জুটি। 


এই অনুষ্ঠান ঘিরে স্বাভাবিকভাবেই উত্তেজনা চরমে। তবে প্রধানমন্ত্রী মোদি রাম-ভক্তদের 'প্রাণপ্রতিষ্ঠা'র দিন অযোধ্যা শহরে খুব বেশি ভিড় না জমানোরই অনুরোধ করেছেন। পরিবর্তে তিনি সকলকে অনুষ্ঠান শেষের পর আসার পরামর্শ দিয়েছেন। এই রামমন্দিরের উদ্বোধন ঘিরে বর্ণাঢ্য না না অনুষ্ঠান আয়োজন করার পরিকল্পনা রয়েছে। শোনা যাচ্ছে উদ্বোধনী অনুষ্ঠানের পাঁচ দিন আগে নৃত্য পরিবেশনা করবেন বলিউড অভিনেত্রী হেমা মালিনী (Hema Malini)।   


 






হিন্দু মহাকাব্য 'রামায়ণ'-এর (Ramayana) ওপর ভিত্তি করে তৈরি নৃত্যনাট্য তিনি পরিবেশন করবেন রামমন্দির উদ্বোধনের পাঁচ দিন পূর্বে, ১৭ জানুয়ারি, বুধবার। হেমা মালিনীর দফতরের তরফে একটি ভিডিও ক্লিপ প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে অভিনেত্রী রাজনীতিক নিজের অনুরাগীদের ও দর্শনার্থীদের করজোড়ে শুভেচ্ছা জানাচ্ছেন। সেখানেই তিনি জানাচ্ছেন যে নিজের দলের সঙ্গে তিনি উপস্থিত থাকবেন প্রতিষ্ঠানে, যার জন্য দেশ বেশ কয়েক বছর ধরে অপেক্ষায় ছিল। চোখধাঁধানো অনুষ্ঠানের ৫ দিন আগেই ১৭ জানুয়ারি তিনি একটি নৃত্যনাট্য মঞ্চস্থ করবেন, জানান ভিডিওয়।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 


আরও পড়ুন: আইসিসির বিচারে ডিসেম্বরের সেরা ভারতীয় তারকা, পুরুষদের সেরা প্যাট কামিন্স