বেঙ্গালুরু: কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru vs Kolkata Knight Riders) ম্যাচে কখনই বিনোদনের অভাব থাকে না। চোখধাঁধানো ব্যাটিং, অনবদ্য বোলিং হোক রা মাঠের মাঝেই তর্কাতর্কি, আইপিএলের ১৬ বছরের ইতিহাসে আরসিবি বনাম কেকেআর মানেই বক্স অফিস। আজ সেই দুই দলই ফের একবার একে অপরের বিরুদ্ধে মাঠে নামছে। মাঠের লড়াই তো বটেই, পাশাপাশি দুই দলের দুই মহাতারকার উপস্থিতি এই ম্যাচে বাড়তি মশলার জোগান দিচ্ছে। কে সেই দুই তারকা?


তাঁরা হলেন বিরাট কোহলি (Virat Kohli) ও গৌতম গম্ভীর (Gautam Gambhir)। কোহলি-গম্ভীরের সম্পর্ক নিয়ে কম জলঘোলা হয়নি। দিল্লির দুই ছেলে অতীতে ২০১৩ সালে যথাক্রমে আরসিবি এবং কেকেআরের অধিনায়ক থাকাকালীন ম্যাচের মাঝেই তর্কাতর্কিতে জড়িয়ে ছিলেন। ২০১৬ সালেও গম্ভীরের নন স্ট্রাইক এন্ডে করা এক থ্রোকে কেন্দ্র করে দুইজনের মধ্যে বচসা বাধে। গত বছরে ফের একবার ম্যাচ শেষে দুই তারকার উত্তপ্ত বাক্য বিনিময় শিরোনাম কেড়ে নিয়েছিল। ফের একবার দুই তারকাকে দুই দলের ডাগ আউটে দেখা যাবে। কোহলি আরসিবির তারকা ক্রিকেটার, আর গম্ভীর বর্তমানে কেকেআরের মেন্টর। বরুণ অ্যারনের মতো কোহলি কিন্তু কেকেআরের ডাগ আউটের দিকে তাকালেই আজকের ম্যাচের জন্য তেঁতে উঠবেন। 


আরসিবি প্রাক্তনী বরুণ অ্যারন আইপিএলের সম্প্রচারকারী সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, 'আমি বাউন্ডারি লাইনের বাইরের ম্যাচ আপের দিকেও তাকিয়ে রয়েছি। গৌতম গম্ভীর তো আরসিবি ডাগ আউটের ঠিক পাশেই মাঠের বাইরে থাকবেন। ওখানে যে কী হতে চলেছে, তা জানি না। তবে বিরাট কোহলিকে তো সকলেই চেনেন। ও সবসময়ই এমন ধরনের লড়াই পছন্দ করে। পারফর্ম করার বাড়তি জেদ তৈরি হয় ওর মধ্যে। কেকেআর ডাগ আউটের দিকে তাকালেই কিন্তু ও সেই রসদটা পেয়ে যাবে।'


বরুণ অ্যারন ২০১৪ সাল থেকে ২০১৬ সালের পর্যন্ত আরসিবি শিবিরে ছিলেন। গম্ভীর-কোহলি বিবাদ একেবারে সামনে থেকে চাক্ষুষ করেছেন তিনি। স্টিভ স্মিথ অপরদিকে, তেমন কাছ থেকে এই লড়াইয়ের সাক্ষী না থাকলেও, দুই মহাতারকার বিবাদ সম্পর্কে কিন্তু তিনিও অবগত। স্মিথ বলেন, 'হ্যাঁ, এই দ্বৈরথের দিকে কিন্তু নজর থাকবে। এই লড়াইয়ে খুব বেশি কিছু বদলের সম্ভাবনা নেই। আমি কিন্তু লড়াইটা দেখতে মুখিয়ে রয়েছি। বিরাট গত ম্যাচে দারুণ খেলেছে। ও কিন্তু দারুণ ফর্মের ঝলক দেখিয়েছে। তাই নজর থাকবে এই ম্যাচের দিকে।'


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে


আরও পড়ুন: আরসিবি বনাম কেকেআরের মহারণে কেমন থাকবে পিচ, পরিবেশ, কোথায় দেখবেন ম্যাচ?