দুবাই: একই দিনে যশপ্রীত বুমরার জোড়া কীর্তি ভেঙে দিলেন হর্ষল পটেল। বুধবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আইপিএল ২০২১-এর ফিরতি ম্যাচে ৩ উইকেট নেওয়ার সুবাদে আইপিএলের ইতিহাসে তিনটি সর্বকালীন রেকর্ড গড়লেন হর্ষল। তিনি পিছনে ফেলে দিলেন জেমস ফকনার, যশপ্রীত বুমরা ও সোহেল তনবীর, খলিল আমেদ ও আশিস নেহরার রেকর্ড।


আইপিএলের একটি মরশুমের গ্রুপ লিগে সবথেকে বেশি উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন হর্ষল। এই ম্যাচের পর চলতি আইপিএলে তাঁর সংগ্রহ দাঁড়াল ২৯টি উইকেট। তিনি ভেঙে দেন ফকনারের রেকর্ড। ২০১৩ সালে অজি পেসার ফকনার গ্রুপ লিগে মোট ২৬টি উইকেট নিয়েছিলেন। সেটাই এতদিন পর্যন্ত ছিল রেকর্ড।


আইপিএলের একটি মরশুমে ভারতীয় হিসেবে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার নজির গড়েন হর্ষল। এক্ষেত্রে তিনি পিছনে ফেলে দেন বুমরাকে। মুম্বইয়ের হয়ে বুমরা গত আইপিএলে ২৭টি উইকেট নিয়েছিলেন। এতদিন সেটিই ছিল ভারতীয়দের মধ্যে রেকর্ড। সেই রেকর্ডও বুধবার থেকে হর্ষলের দখলে।


সেই সঙ্গে একটি আইপিএল মরশুমে সবচেয়ে বেশিবার ৩টি বা তারও বেশি উইকেট নেওয়ার রেকর্ড গড়েন হর্ষল। আরসিবির তারকা পেসার চলতি আইপিএলে মোট ৬ বার ইনিংসে ৩টি বা তারও বেশি উইকেট সংগ্রহ করেছেন। এই রেকর্ড ছিল যুগ্মভাবে সোহেল তনবীর (২০০৮), আশিস নেহরা (২০১৫), খলিল আমেদ (২০১৯) ও বুমরার (২০২০)।


আরও একটি রেকর্ডের হাতছানি রয়েছে হর্ষলের সামনে। আইপিএলের একটি মরশুমে ডোয়েন ব্র্যাভোর সর্বোচ্চ ৩২টি উইকেট নেওয়ার রেকর্ড ভেঙে দিতে পারেন তিনি। ব্র্যাভো ২০১৩ সালে এই রেকর্ড গড়েন। আর মাত্র ৩টি উইকেট নিলেই ইন্ডিয়ান প্রিমিয়র লিগে আরও একটি সর্বকালীন রেকর্ড গড়বেন তিনি। এই নিরিখে এখনই তিনি তিন নম্বরে জায়গা করে নিয়েছেন। ব্র্যাভো ছাড়া কাগিসো রাবাডার একটি আইপিএল মরশুমে ৩০টি উইকেট নেওয়ার নজির রয়েছে। হর্ষল তাঁদের রেকর্ড ভেঙে নতুন মাইলফলক তৈরি করতে পারেন কি না, সেটাই এখন দেখার।


আরও পড়ুন: দুর্গা সাজায় শামির মেয়েকে বিদ্রুপ, সব ধর্মকে ভালবাসতে শেখাচ্ছি, বলছেন হাসিন