জয়পুর: সদ্যই গাড়ি দুর্ঘটনার পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন তারকা কিপার-ব্যাটার ঋষভ পন্থ (Rishabh Pant)। তবে এক ম্যাচ খেলার পরেই সেঞ্চুরি হাঁকাতে চলেছেন দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) অধিনায়ক। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে (RR vs DC) আজ মাঠে নামলেই পন্থের ১০০ নিশ্চিত।


আইপিএলে ২০১৬ সালে নিজের অভিষেক ঘটান পন্থ। শুরু থেকেই রাজধানীর ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলছেন তারকা ক্রিকেটার। ২০১৯ সালে দিল্লির নাম বদল হয়ে ডেয়ারডেভিলস থেকে ক্যাপিটালস হলেও, পন্থের দলবদল হয়নি। দলটির হয়ে ৯৯টি ম্যাচ খেলে ফেলেছেন তিনি। রাজস্থানের বিরুদ্ধে ম্যাচটিই হতে চলেছে তাঁর ১০০তম আইপিএল ম্যাচ। প্রথম ক্রিকেটার হিসাবে দিল্লির হয়ে ১০০টি আইপিএল খেলার নজির গড়তে চলেছেন ২৬ বছর বয়সি ক্রিকেটার।   


এখনও পর্যন্ত দিল্লির হয়ে ৯৯টি ম্যাচে ৩৪.৪০ গড় ও ১৪৭.৯০ স্ট্রাইক রেটে ২৮৫৬ রান করেছেন পন্থ। একটি শতরান এবং ১৫টি অর্ধশতরান করার কৃতিত্ব রয়েছে। দিল্লির হয়ে পন্থই সর্বাধিক রানের মালিক। তাঁর পরে এই তালিকায় রয়েছেন দিল্লির আরেক তারকা ডেভিড ওয়ার্নার। অজ়ি তারকা ৮৪ ম্যাচে ২৪৩৩ রান করেছেন।


২০২১ সালে পন্থকে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক নির্বাচিত হন পন্থ। অধিনায়ক হিসাবে পন্থ ১৬টি আইপিএল ম্যাচ জিতেছেন। হেরেছেন ১৪টি ম্যাচ, একটি ম্যাচ অমীমাংসিত থাকে। ২০২০ সালে দিল্লির হয়ে আইপিএল ফাইনালও খেলেছেন পন্থ। তবে হতাশাজনকভাবে সেই ফাইনালে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারতে হয় দিল্লিকে। ২০২১ সালে তৎকালীন দিল্লি অধিনায়ক শ্রেয়স আইয়ার চোট পেলে পন্থকে অধিনায়ক নির্বাচিত করা হয়। তারপর থেকে তিনি দলের দায়িত্ব সামলাচ্ছেন। যদিও তাঁর অনুপস্থিতিতে গত মরশুমে ডেভিড ওয়ার্নার দলকে নেতৃত্ব দিয়েছিলেন।


 





 


রাজস্থান রয়্যালস নিজেদের প্রথম ম্যাচে জয় দিয়ে নিজেদের আইপিএল অভিযান শুরু করেছে। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আজও সেই ধারা অব্যাহত রাখার লক্ষ্যেই মাঠে নামবেন তারা। অপরদিকে, ঋষভ পন্থদের লক্ষ্য মরশুমের প্রথম দুই পয়েন্ট ঘরে তোলা। চলতি আইপিএলে হোম টিমের জয়ের ধারা ভাঙতে পারবে দিল্লি, এখন সেটাই দেখার বিষয়।   


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে


আরও পড়ুন: আইপিএলের রেকর্ড-রাতে মুম্বইয়ের পরাজয়, ৩১ রানে জয়ী ইতিহাসে নাম তোলা হায়দরাবাদ