আমদাবাদ: আইপিএলের এলিমিনেটরে (IPL 2024 Eliminator) আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে (RR vs RCB) মাঠে নেমেছে। এই ম্যাচেই রাজস্থান তারকা রোভম্যান পাওয়েলের (Rovman Powell) এক ক্যাচ ঘিরে সোশ্যাল মিডিয়ায় শোরগোল। 




ম্যাচের পঞ্চম ওভারে ট্রেন্ট বোল্টের বিরুদ্ধে পুল মারতে গিয়েই স্কোয়ার লেগে ধরা দেন ফাফ ডু প্লেসি। ১৭ রানে আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি। তবে এক্ষেত্রে বোল্টের বোলিং নয়, বরং ফিল্ডার পাওয়েলেরই অধিক কৃতিত্ব বলে মনে করছেন সকলে। চোখধাঁধানো এক ক্যাচ ধরে আরসিবি অধিনায়ককে সাজঘরে ফেরান রোভম্যান পাওয়েল। ডু প্লেসির পুল শট ডিপ করছিল। কিন্তু ওয়েস্ট ইন্ডিয়ান তারকা সামনের দিকে ডাইভ মেরে ধরা বল মাটি ছোঁয়ার আগেই অনবদ্যভাবে তা তালুবন্দি করে ফেলেন। সেই ক্যাচ দেখে বিশেষজ্ঞ থেকে নেটিজেন সকলেই হতবাক। অনেকেই কিন্তু মনে করছেন মরশুমের সেরা হওয়ার দাবি রাখে এই ক্যাচটি।


 








 


 



 


 



 


 






 


ডু প্লেসি আরসিবির হয়ে বেশ ভাল ছন্দে ছিলেন। সিএসকের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছিল ৫৪ রানের ইনিংস। ম্যাচ সেরাও হয়েছিলেন তিনি। আরসিবি অধিনায়কের অল্প রানের আউট হওয়া যে আরসিবির জন্য বিরাট ধাক্কা, তা কিন্তু বলাই বাহুল্য। এই ধাক্কা সামলে রাজস্থানকে তাঁরা কত রানের টার্গেট দিতে পারে, সেটাই দেখার বিষয়। আরসিবি সাতে সাত করে কোয়ালিফায়ার ২-এ পৌঁছবে না, রাজস্থান পাঁচ ম্যাচ পরে অবশেষে জিতবে?


আরসিবি বনাম রাজস্থান রয়্যালসের এলিমিনেটরের সমস্ত আপডেট পেতে ক্লিক করুন এখানে...


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: আমাদের হারানোর কী ই বা ছিল! কোন মন্ত্রে রূপকথার প্রত্যাবর্তনে প্লে-অফে পৌঁছয় RCB, জানালেন ম্যাক্সওয়েল?