গুয়াহাটি: আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছিল রাজস্থান রয়্যালস। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে সেই ম্যাচে ৭২ রানের বড় ব্যবধানে জিতেছে সঞ্জু স্যামসনের দল। প্রথম ম্যাচেই ঝোড়ো অর্ধশতরান হাঁকিয়েছেন জস বাটলার। পঞ্চাশের গণ্ডি পেরিয়েছেন যশস্বী জয়সওয়াল ও অধিনায়ক স্যামসনও। আজ রাজস্থান রয়্যালস তাঁদের দ্বিতীয় আইপিএল ম্যাচে আজ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নামছে। যাঁরা প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে জয় ছিনিয়ে নিয়েছে।


আজকের খেলা


আজ আইপিএলে রাজস্থান রয়্যালস মুখোমুখি হবে পাঞ্জাব কিংসের


কবে খেলা


আজ ৫ এপ্রিল, বুধবার পঞ্জাব কিংস ও রাজস্থান রয়্যালস একে অপরের মুখোমুখি হবে


কোথায় খেলা


আজকের খেলাটি হবে গুয়াহাটি বর্ষাপাড়া স্টেডিয়ামে


কখন শুরু ম্যাচ


এই ম্যাচটি শুরু হবে সন্ধে ৭.৩০ থেকে। তার ৩০ মিনিট আগে, অর্থাৎ সন্ধে ৭টেয় টস হবে।


কোথায় দেখবেন?


স্টার স্পোর্টসে দেখা যাবে আইপিএল


অনলাইনে কোথায় দেখা যাবে?


অনলাইনে জিও সিনেমায় দেখা যাবে রাজস্থান রয়্যালস বনাম পাঞ্জাব কিংস এই ম্যাচটি।


মুখোমুখি সাক্ষাতে কে এগিয়ে?


আইপিএলের প্রথম মরসুম থেকেই ২ দল মুখোমুখি হয়েছে। কিংস ইলেভেন পাঞ্জাবের নাম পরিবর্ত হয়ে পাঞ্জাব কিংস হয়েছে। মোট ২৪টি ম্যাচ খেলা হয়েছে ২ দলের মধ্যে। তার মধ্যে ১৪টি ম্যাচ রাজস্থান রয়্যালস জয় পেয়েছে। ১০টি ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে পাঞ্জাব কিংস। তার মধ্যে একটি ম্যাচ সুপার ওভারে জিতেছে পাঞ্জাব। ওয়াংখেড়েতে গত মরসুমে শেষ সাক্ষাতে রাজস্থান রয়্যালস ৬ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছে। শেষ পাঁচ বারের সাক্ষাতেও এগিয়ে সঞ্জু স্যামসনের দল। তারা ৪ বার জয় পেয়েছে। ১ বার জিতেছে পাঞ্জাব কিংস। 


শহরে আসতে পারেন শাহরুখ খান


এখনও পর্যন্ত নিশ্চিত কোনও খবর নেই। কিন্তু সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বৃহস্পতিবার নাইট রাইডার্সের প্রথম হোম ম্যাচে ইডেনের ভিআইপি বক্সে দেখা যেতে পারে তাঁকে। তিনি আর কেউ নন, স্বয়ং বলিউডের বাদশা শাহরুখ খান। প্রত্যেক মরসুমেই দলের প্রথম হোম ম্যাচে মাঠে উপস্থিত হওয়ার চেষ্টা করেন কিং খান। পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে দলের হারের পর ঘরের মাঠে ছেলেদের উদ্বুদ্ধ করতে উপস্থিত হতে পারেন স্বয়ং কেকেআরের মালিক। ফ্র্যাঞ্চাইজি সূত্রে খবর নিয়ে জানা গেল যে শাহরুখ যে কলকাতা আসছেন, তা নিশ্চিত। কিন্তু আরসিবির বিরুদ্ধে ম্য়াচেই কি না তা এখনও বলা যাচ্ছে না। তবে এবার কেকেআরের হোম ম্যাচগুলোয় ইডেনে দেখা যাবে কিং খানকে।