চেন্নাই: ঘরের মাঠে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে (CSK vs PBKS) প্রথমে ব্যাট করে সাত উইকেটের বিনিময়ে ১৬২ রান তুলল চেন্নাই সুপার কিংস। দলের হয়ে কার্যত একাই লড়লেন রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। সিএসকে অধিনায়কের ব্যাট থেকে আসে ৬২ রানের ইনিংস। শেষের দিকে ব্যাটে নেমে মহেন্দ্র সিংহ ধোনি ১৪ রানের ছোট্ট ইনিংস খেলেন। পাঞ্জাবের হয়ে দুই স্পিনার হরপ্রীত ব্রার (Harpreet Brar) ও রাহুল চাহার (Rahul Chahar) দুইটি করে উইকেট নেন।


এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন পাঞ্জাব অধিনায়ক স্যাম কারান। সিএসকে দলে দুই বদল ঘটানো হয়। পাথিশা পাথিরানা ও তুষার দেশপাণ্ডের বদলে দলে আসেন শার্দুল ঠাকুর। আইপিএলে অভিষেক ঘটানোর সুযোগ দেওয়া হয় রিচার্ড গ্লিসনকে। হলুদ ব্রিগেডও টস জিতলে প্রথমে বোলিং করার পরিকল্পনাতেই ছিলেন বলে জানিয়েছিলেন রুতুরাজ। ব্যাটে নেমে সিএসকের দুই ওপেনার রাহানে ও রুতুরাজ শুরুটা দেখেশুনে করলেও, পাওয়ার প্লের শেষ তিন ওভারে ৩৫ রান যোগ করেন দুইজনে। পাওয়ার প্লেতে বিনা উইকেটে উঠে ৫৫ রান।


তবে হরপ্রীত ব্রার নবম ওভারে বলে এসেই সিএসকেকে জোড়া ধাক্কা দেন। প্রথমে রাহানেকে ২৯ ও পরের বলেই চলতি মরশুমে দুরন্ত ছন্দে থাকা শিবম দুবেকে শূন্য রানে ফেরান পাঞ্জাবের বাঁ-হাতি স্পিনার। পরের ওভারেই রবীন্দ্র জাডেজাকে দুই রানে ফেরান আরেক পাঞ্জাব স্পিনার রাহুল। সমীর রিজ়ভি রুতুরাজকে সঙ্গ দেন। তবে তাঁকে একদমই ছন্দে দেখাচ্ছিল না। তিনি ২৩ বলে ২১ রান করে ফেরেন। অপরদিক থেকে উইকেট পড়লেও, রুতু কিন্তু নিজের লড়াই চালিয়েই যাচ্ছিলেন। 


দীর্ঘক্ষণ ক্রিজে কাটিয়ে শেষমেশ ছন্দ পাওয়া রুতুরাজের ব্যাট থেকে ম্যাচের ১৭তম ওভারে আসে প্রথম ছক্কা। এই ছক্কার দৌলতেই ৪৪ বলে অর্ধশতরান পূরণ করেন তিনি। মঈন আলি ১৫ রানের ইনিংস খেলেন আর শেষ ধোনির সুবাদে ১৫০ রানের গণ্ডি পার করতে সক্ষম হয় হলুদ ব্রিগেড। ১৬২ রান খুব বেশি না হলেও, এই পিচে কিন্তু লড়াই করার মতো। তবে শিশির কতটা প্রভাব ফেলে, তার ওপর অনেক কিছুই নির্ভর করবে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: মুম্বইয়ের বিরুদ্ধে মাঠে নামার আগেই কেকেআর শিবিরে সুখবর, অনুশীলনে ফিরলেন নীতীশ রানা