মুম্বই: আইপিএলের মঞ্চে তাঁকে প্রতি বছরই দেখা যায়। বেশ চেনা মুখ তিনি। নিউজিল্যান্ডের প্রাক্তন ফাস্ট বোলারও ছিলেন তিনি। সাইমন ডুল। আর এই প্রাক্তন কিউয়ি তারকাকেই নাকি মৃত্যু হুমকি দেওয়া হয়েছিল। হ্যাঁ, এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছেন ডুল নিজেই। আর এই ঘটনা ঘটেছে গত আইপিএলেই। বিরাট কোহলির ব্যাটিং, তাঁর স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন তুলেছিলেন। আর তার জন্যই নাকি মেরে ফেলার হুমকি দেওযা হয়েছিল আইপিএলের এই জনপ্রিয় ধারাভাষ্যকারকে।


এক সাক্ষাৎকারে সাইমন ডুলের সঙ্গে উপস্থিত ছিলেন প্রাক্তন আরসিবি ক্রিকেটার দীনেশ কার্তিকও। যিনি কিছুদিন আগেই শেষবার আইপিএলে আরসিবির জার্সিতে নেমেছিলেন। সেখানেই এক আড্ডায় সাইমন ডুল বলেন, ''আমি বিরাট কোহলিকে নিয়ে অনেক প্রশংসা করছি বিভিন্ন সময়ে। ওঁর খেলার আমিও গুণমুগ্ধ ভক্ত একজন। ওঁর ক্রিকেটীয় দক্ষতা নিয়ে কোনও দিনই প্রশ্ন তুলিনি।'' এরপরই প্রাক্তন কিউয়ি পেসার আরও বলেন, ''কিন্তু এত ইতিবাচক কথা বলেছিলাম, সেই সময় কেউ কিছু বলেননি। কিন্তু একটিমাত্র নেতিবাচক বিষয় বলেছিলাম। তা হল ওঁর স্ট্রাইক রেট নিয়ে কথা বলেছিলাম। এর জন্য আমাকে মৃত্যুহুমকি দেওয়া হয়েছিল। যদিও কোহলির সঙ্গে আমার সম্পর্ক কখনও খারাপ হয়নি। টসের সময় পরে আমরা কথাও বলেছি একসঙ্গে।''


উল্লেখ্য, ২০২৩ আইপিএল মরশুমে ১৪ ম্যাচে ৫৩.২৫ গড় এবং ১৩৯.৮২ স্ট্রাইক রেট সহ ৬৩৯ রান করেছিলেন বিরাট। অন্যদিকে এই মরশুমে আরও মারমুখি মেজাজে ব্যাটিং করেছিলেন কিং কোহলি। প্রাক্তন আরসিবি অধিনায়ক অরেঞ্জ ক্যাপ জিতেছিলেন। এমনকী ৬১.৭৫ গড়ে এবং ১৫৪.৭০-এর স্ট্রাইক রেটে ১৫ ম্যাচে ৭৪১ রান করেছিলেন বিরাট। 


এবারের আইপিএলে প্লে অফে জায়গা পাওয়ার কোনও সম্ভাবনাই একটা সময় ছিল না আরসিবির। কিন্তু সেখান থেকেই অঘটন ঘটায় বেঙ্গালুরুর ফ্র্যাঞ্চাইজিটি। টানা ৬ ম্য়াচ জিতে প্লে অফের জায়গা করে নেয় তারা। কিন্তু প্লে অফে চতুর্থ দল হিসেবে জায়গা করে  নেওয়ায় এলিমিনেটর খেলতে হয় আরসিবিকে। তাঁদের উল্টোদিকে ছিল রাজস্থান রয়্য়ালস। সেই ম্য়াচে হেরে খেতাব জয়ের স্বপ্ন ভেঙে যায় বিরাটদের। কিন্তু গোটা টুর্নামেন্টে ব্যাট হাতে ধারাবাহিকভাবে ভাল পারফর্ম করে গিয়েছেন কিং কোহলি। টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চেও সেই ফর্ম ধরে রাখতে চাইবেন বিরাট কোহলি। 


আরও পড়ুন: শক্তিশালী অস্ট্রলিয়া-ইংল্যান্ড রয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ বি-তে আন্ডারডগ কি নামিবিয়া?