বেঙ্গালুরু: যে কাজটা ছেলেরা পারেনি গত ১৬ বছরে। সেই কাজটাই করে দেখিয়েছেন মেয়েরা। তাও আবার মাত্র ২ বছরের মধ্য়েই। আইপিএলে জয় এখনও অধরা। কিন্তু ডব্লিউপিএল (WPL 2024) খেতাব এই মরশুমে ঘরে তুলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) মেয়েরা। সেই ট্রফি নিয়েই উন্মাদনার সাক্ষী থাকলেন বিরাট, ফাফ, সিরাজরাও। স্মৃতি, রিচা সহ গোটা মহিলা আরসিবি দলকে গার্ড অফ অনার দেওয়া হল। গোটা মাঠে আতসবাজি, গ্য়ালারিতে স্মৃতিদের জন্য গলা ফাটাল হাজার হাজার দর্শক। উল্লেখ্য, দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে প্রথমবার উইমেন্স প্রিমিয়ার লিগে খেতাব ঘরে তুলেছে আরসিবির মহিলা দল।


মঙ্গলবার স্মৃতি, রিচা, রেনুকারা উপস্থিত হয়েছিলেন চিন্নাস্বামী স্টেডিয়ামে ট্রফি নিয়ে। সেখানেই গ্যালারি ভর্তি অগুন্তি দর্শক ও সমর্থকদের সামনে ট্রফি নিয়ে ভিকট্রি ল্যাপও করেন আরসিবির মহিলা ক্রিকেটাররা। উইমেন্স প্রিমিয়ার লিগের উদ্বোধনী সংস্করণে লিগ পর্বেই বিদায় নিয়েছিল আরসিবি। দ্বিতীয় মরসুমে চ্যাম্পিয়ন হয় তারা। গতকাল ট্রফি নিয়ে স্মৃতিরা যখন মাঠে ঢুকছেন, তখন সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে বিরাট, ফাফ, ম্য়াক্সওয়ে, কার্তিক, সিরাজ সহ পুরো আরসিবি দল। তাঁরা হাততালি দিয়ে অভিবাদন জানান স্মৃতিদের। এর আগে ফাইনালে জয়ের দিনই বিরাট ভিডিও কল বার্তায় শুভেচ্ছা জানিয়েছিলেন স্মৃতি ও তাঁর দলকে। 


 






এদিন সেলিব্রেশন শেষে যদিও স্মৃতির মুখে বিরাট স্তূতি। তিনি বলেন, ''আমরা এই একটা ট্রফি জিতেছি,তা ঠিক। কিন্তু তা বলে এই মানুষটার অবদানকে কখনওই অস্বীকার করা যাবে না। দেশের জার্সিতেও এই মানুষটা যা অর্জন করেছেন, তাতে কোনওভাবেই তুলনা চলে না। আমি আমার কেরিয়ারে এখন যেখানে দাঁড়িয়ে আছি, সেখানে ওঁর মত কিংবদন্তির সঙ্গে তুলনা চলে না।"


স্মৃতি আরও বলেন, ''আমার ও বিরাটের জার্সি নম্বর ১৮। আমি আবার বলছি ট্রফি জেতা একটা বিষয়। তবে আর একজন ১৮ নম্বর জার্সির ব্যক্তি দেশের জন্য যা কীর্তি গড়েছে, সেটা অনেক অনেক বেশি কৃতিত্বের। আমার মনে হয় না, আমাদের মধ্যে কোনও তুলনা আসতে পারে।''


উল্লেখ্য, আগামী ২২ মার্চ থেকে শুরু হতে চলেছে এবারের আইপিএল মরশুম। প্রথম ম্যাচেই চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলবে আরসিবি।