দুবাই: হাঁটুর পুরনো চোট। মাঝে মাঝে যা ভোগাচ্ছে। আর তার জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপে বরুণ চক্রবর্তীকে পাওয়া যাবে কিনা, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের যে স্কোয়াড ঘোষণা করা হয়েছিল, সেই স্কোয়াডে জায়গা করে নিয়েছেন তামিলনাড়ুর এই স্পিনার। এই মুহূর্তে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলেও খেলছেন। প্রতি ম্যাচেই ধারাবাহিকভাবে ভাল পারফর্ম করে চলেছেন বরুণ। কিন্তু বরুণকে কি আদৌ টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখতে পাওয়া যাবে। তা নিয়েই সংশয় তৈরি হয়েছে।
এখনও পর্যন্ত নিজের স্বল্প ক্রিকেট কেরিয়ারে বারবার চোট আঘাতের সমস্যায় পড়েছেন বরুণ। বিশেষ করে হাঁটুর চােট সমস্যায় ফেলেছে তাঁকে। এই পরিস্থিতিতে বিসিসিআইয়ের মেডিকেল টিম বরুণের ফিটনেসের ওপর নজর রেখেছে। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের একজন বলেছেন, 'বরুণের হাঁটুর অবস্থা একদমই ভাল নয়। যদি টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় আসর না থাকত, তাহলে হয়তো বিসিসিআই এত বড় রিস্ক কখনওই নিত না ওঁকে খেলানোর। ওঁর হাঁটুর ব্যাথা কেমন, সেদিকেই এখন লক্ষ্য রাখা হচ্ছে। নজর দেওয়া হচ্ছে।'
আগামী ১০ অক্টোবরের মধ্যে ভারতীয় দল স্কোয়াডে রদবদল করাতে পারবে। সেক্ষেত্রে বরুণের কোনও বদলি করতে হলে, তা করতে হবে ১০ অক্টোবরের মধ্যেই। কিন্তু এক্ষেত্রে বিসিসিআই কিছুটা দ্বিধায়। তার একটাই কারণ হল, বরুণের অসাধারণ পারফরম্যান্স। কলকাতা নাইট রাইডার্সের হয়ে চলতি আইপিএলে দুর্দান্ত ফর্মে রয়েছেন তামিলনাড়ুর এই রহস্য স্পিনার। চলতি মরসুমে নাইটদের হয়ে এখনও পর্যন্ত সর্বাধিক উইকেট শিকারি তিনি। ১৩ ম্যাচে ঝুলিতে পুরেছেন ১৫ উইকেট। আগামী ২৪ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় দল। সেই ম্যাচে বরুণকে পেতে মরিয়া টিম ম্যানেজম্যান্ট। এখন দেখা যাক আদৌ ফিটনেস কোনও ইস্যু হয়ে দাঁড়ায় কিনা বরুণের বিশ্বকাপ খেলার আগে।
আরও পড়ুন: শেষ আইপিএল ম্যাচ কোথায় খেলবেন? নিজেই জানালেন ধোনি