কলকাতা: জাতীয় টেস্ট দলে ব্রাত্য হয়ে পড়েছেন। সেই হতাশায় রঞ্জি ট্রফি (Ranji Trophy) না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)। তবে আইপিএলে (IPL) নিজেকে নতুন করে প্রমাণ করেছেন বঙ্গ উইকেটকিপার। যদিও বিতর্ক পিছু ছাড়েনি। তাঁকে না জানিয়েই রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে বাংলা দলে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে দাবি করেন ঋদ্ধিমান। সিএবি-র এক কর্তা তাঁর দায়বদ্ধতা নিয়েও প্রশ্ন তোলেন। অপমানিত ঋদ্ধিমান বাংলা ছাড়ার কথাও বলে বসেন।


বিতর্কের আঁচ নেভার আগেই ইডেন গার্ডেন্সে নামছেন ঋদ্ধিমান। তবে বাংলার জার্সিতে নয়। গুজরাত টাইটান্সের হয়ে। আইপিএলের প্লে অফে খেলবেন রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। তার আগে ফের বিতর্ক উস্কে দিলেন ঋদ্ধিমান। জানিয়ে দিলেন, ইডেন নয়, তাঁর হোমগ্রাউন্ড এখন মোতেরা।


বাংলার হয়ে রঞ্জি ট্রফি খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এই পরিস্থিতিতে হোমগ্রাউন্ড ইডেনে প্লে অফে ম্যাচে নামার অনুভূতি কীরকম? ঋদ্ধিমান বলছেন, 'আপাতত এটা আমার অ্যাওয়ে গ্রাউন্ড। আমি এটা নক আউট ম্যাচ হিসেবে দেখছি। এখন মোতেরা আমার হোম গ্রাউন্ড। ইডেনে আমি অ্যওয়ে ম্যাচ খেলতে এসেছি। গুজরাত টাইটান্সই এখন আমার দল। আমি কলকাতা নাইট রাইডার্সে খেললে না হয় বলা যেত ইডেন আমার হোম।' আর বাংলার হয়ে ভবিষ্যৎ? মুখে কুলুপ আঁটছেন ঋদ্ধিমান। বলছেন, 'এ নিয়ে আমি কোনও মন্তব্য করব না।'


আইপিএলে এই সাফল্যের পরে জাতীয় টেস্ট দলে সুযোগ আশা করেছিলেন? ঋদ্ধিমান বিতর্কে ঢুকছেন না। বলছেন, 'আমি বলতে পারি, এখন গুজরাতের প্রতিনিধিত্ব করছি। দলকে জেতানোর জন্য সব করতে পারি। দলকে ম্যাচ জেতানো আমার কাজ। রেকর্ড নিয়ে ভাবি না। তা ছাড়া দল নির্বাচনের সময় সুযোগ পেলাম কি পেলাম না, তা নিয়ে আমি চিন্তা করি না। আপাতত ফোকাস আইপিএল। কোয়ালিফায়ারে আমরা কী করব সেটাই আসল।'


ঋদ্ধি যোগ করছেন, 'আমি একেবারেই ফিট। কালকের ম্যাচের জন্য তৈরি। আমার কাজ পাওয়ার প্লে-তে দলকে এগিয়ে দেওয়া। এটাই করে এসেছি প্রত্যেক ম্যাচে। প্রথম ছয় ওভারে যদি পার্টনারশিপ ভাল হয়, তা হলে দলও বড় রান পেয়ে যাবে। সেটাই লক্ষ্য।'


আরও পড়ুন: সেরা ব্যাটারকে সামলানোর আগে শামির দাওয়াই ঘুম, পাল্টা কী করলেন বাটলার?