হায়দরাবাদ: রাজীব গাঁধী আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ সানরাইজার্সের বিরুদ্ধে খেলতে নামবে কেকেআর। তার আগে অবশ্য এই দুই দলের আগের ম্যাচের ফলাফলের ইতিহাস ঘাটলে দেখা যাবে কমলা জার্সিধারীদের থেকে কিন্তু অনেকটাই এগিয়ে এখানে কলকাতা শিবির। এবারের টুর্নামেন্টে প্রথম সাক্ষাতে কলকাতার ঘরের মাঠে কলকাতাকে হারিয়ে এসেছে সানরাইজার্স। কিন্তু আইপিএলের ১৬ বছরে ২ দলের সাক্ষাতের পরিসংখ্য়ান কী বলছে?
মুখোমুখি মহারণে কে এগিয়ে, কে পিছিয়ে?
আইপিএলে এখনও পর্যন্ত সানরাইজার্স ও কেকেআর মোট ২৪ ম্যাচে পরস্পর মুখোমুখি হয়েছে। তার মধ্যে ১৪ ম্যাচ জিতেছে কলকাতা শিবির। ৯ ম্যাচ জিতেছে সানরাইজার্স হায়দরাবাদ। ১টি ম্যাচ টাই হয়েছিল। হায়দরাবাদের রাজীব গাঁধী স্টেডিয়ামে ২ দলের সাক্ষাতে অবশ্য কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছেড়ে কথা বলেনি। ৬ ম্য়াচ মুখোমুখি হয়েছে ২ দল। ৩টি করে ম্যাচ জিতেছে ২ টো দলই। ২০১৯ সালে এপ্রিলে এই মাঠে শেষবার ২ দল মুখোমুখি হয়েছিল যখন তখন জয় ছিনিয়ে নিয়েছিল ৯ উইকেটে।
হারের ধাক্কা সামলে আজ আরও একবার আইপিএলে মাঠে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। শেষ ম্যাচে ঘরের মাঠে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে হারতে হয়েছে কলকাতাকে। আজকের ম্যাচ তো অবশ্যই এমনকী আইপিএলে বাকি ম্যাচগুলোও কেকেআরের কাছে একপ্রকার ডু অর ডাই ম্যাচ। অন্যদিকে পয়েন্ট টেবিলে নীচের দিকে রয়েছে সানরাইজার্সও। তাঁরাও চাইবে ঘরের মাঠে এই ম্যাচে জয় ছিনিয়ে নিতে।
কেকেআরের বিরুদ্ধে এর আগে ইডেনে যখন শেষবার খেলতে নেমেছিল সানরাইজার্স, সেই ম্যাচে ২৩ রানে নাইটদের হারিয়ে দিয়েছিল মারক্রামের দল। সেই ম্যাচে হ্যারি ব্রুক শতরান হাঁকিয়েছিলেন। নিজেদের শেষ ম্যাচে সানরাইজার্স দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছিল অ্যাওয়ে ম্যাচে। এবার তাঁদের ঘরের মাঠে ম্যাচ। কেকেআরের বিরুদ্ধে জয়ের ধারা বজায় রাখতে চাইবে মারক্রামের দল।
কেকেআর ও সানরাইজার্স ২ দলই ঝুলিতে ৬ পয়েন্ট পুরেছে। কিন্তু দুটো দলেরই সমস্যা ধারাবাহিকতার অভাব। এই পরিস্থিতিতে আর একটা ম্য়াচ হার মানেই প্লে অফের দৌড় থেকে ছিটকে যেতে হবে প্রায়। আগামী পাঁচ ম্যাচ বাকি রয়েছে কেকেআরের। সবগুলো ম্যাচই জিততে হবে নীতিশ রানার দলকে।
আজ সন্ধে ৭.৩০টায় শুরু হবে এই ম্যাচ। তার ৩০ মিনিট আগে টস হবে।
আরও পড়ুন: রুক্ষ-শুষ্ক ত্বকে ভরসা কলার ফেসপ্যাক, দূর করে বলিরেখা, বাড়ায় উজ্জ্বলতা