অক্ষয় গত বুধবার অবশিষ্ট ভারতের ইনিংসের ৬৩ তম ওভারে দুই হাত বোলিং করেন। বিসিসিআই-এর অফিসিয়াল ওয়েবসাইটে অক্ষয়ের বোলিংয়ের ভিডিও শেয়ার করা হয়েছে। দেখুন: ইরানি কাপের ম্যাচে দুই হাতে বোলিং করে তাক লাগিয়ে দিলেন বিদর্ভের অক্ষয় কারনেওয়ার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 15 Feb 2019 09:39 AM (IST)
নয়াদিল্লি: ইরানি কাপের ম্যাচে বিদর্ভের অলরাউন্ডার অক্ষয় কারনেওয়ারের বোলিং সবার নজর কেড়ে নিল। অবশিষ্ট ভারতের বিরুদ্ধে ম্যাচে দুই হাতেই বোলিং করে তাক লাগিয়ে দিলেন। অনেকের কাছেই বিষয়টি নতুন হলেও অক্ষয় ১৬ বছর বয়স থেকেই দুই হাতেই বোলিং করছেন। গত ১০ বছরে অক্ষয় প্রথম শ্রেণী, লিস্ট এ এবং টি ২০ ম্যাচে বেশ কয়েকবারই দুই হাতেই বোলিং করেছেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, প্রয়োজন অনুসারেই দুই হাতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অক্ষয়। এমনিতে তিনি বাঁহাতি স্পিনার। কিন্তু বাঁহাতি ব্যাটসম্যান তাঁর বোলিংয়ে খেললে তিনি ডান হাতে বোলিং করতে পছন্দ করেন। গত ১০ বছর ধরে অক্ষয়কে খুব কাছ থেকে দেখে আসা বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক পদস্থ আধিকারিক বলেছেন, মহারাষ্ট্রের ইয়াবতমল জেলার এক দরিদ্র পরিবার থেকে উঠে এসেছেন অক্ষয়। তাঁর বাবা রাজ্য পরিবহণ নিগমের বাসের চালক ছিলেন। এখন তিনি অবসর নিয়েছেন। কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করেই সাড়ে পনেরো বছর বয়সে অক্ষয় নাগপুরের একটি ক্লাবে রেজিস্ট্রেশন করান। ২০১৬-তে মুস্তাক আলি টি ২০ ক্রিকেট টুর্নামেন্টে প্রথম কোনও বড় ম্যাচে দুই হাতে বোলিং করেছিলেন। সেই সময় তাঁর এই বোলিং আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছিল। অক্ষয় বোলিংয়ে পরিবর্তনের কথা প্রথমে আম্পায়ারকে জানান। সেইমতো আম্পায়ার তাঁর অ্যাকশনে বদল নিয়ে ব্যাটসম্যানকে জানান।