তেহরান: মাত্র ২৩ বছর বয়সেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের কথা ঘোষণা করলেন ‘ইরানের মেসি’ হিসেবে বিখ্যাত হয়ে যাওয়া সর্দার আজমুন। এবারের বিশ্বকাপে ইরান দুর্দান্ত লড়াই করলেও, গোল পাননি সর্দার। এই কারণে সোশ্যাল মিডিয়ায় তাঁকে তীব্র অপমান করা হয়। এর জেরে অসুস্থ হয়ে পড়েন তাঁর মা। এরপরেই অবসরের কথা ঘোষণা করলেন প্রতিশ্রুতিবান এই ফুটবলার।


অবসরের কথা ঘোষণা করে সর্দার বলেছেন, ‘আমার মা কঠিন অসুখ সারিয়ে সুস্থ হয়ে উঠেছিলেন। আমি খুশি ছিলাম। (কিন্তু) দুর্ভাগ্যজনকভাবে কিছু মানুষের নিষ্ঠুরতা এবং আমাকে ও আমার সহ-খেলোয়াড়দের যেভাবে অযাচিতভাবে অপমান করা হয়েছে, তার জেরে মা ফের অসুস্থ হয়ে পড়েছেন। এই কঠিন পরিস্থিতিতে আমাকে যে কোনও একটা বেছে নিতে হত। আমি মায়ের দিকেই আছি।’

এবারের বিশ্বকাপ খেলতে আসার আগে জাতীয় দলের হয়ে ৩৬টি ম্যাচ খেলে ২৩টি গোল করেন সর্দার। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ১৪টি ম্যাচে তাঁর ১১টি গোল ছিল। রাশিয়ার রুবিন কাজান ক্লাবে খেলা এই স্ট্রাইকার অল্পদিন খেলেই ইরানের পঞ্চম সর্বোচ্চ গোলদাতা হয়ে যান। তাঁকে ভবিষ্যতের তারকা হিসেবে চিহ্নিত করা হচ্ছিল। কিন্তু আচমকা অবসরের কথা ঘোষণা করলেন তিনি।