নয়াদিল্লি : বাবা হলেন ক্রিকেটার ইরফান পাঠান ( Irfan Pathan ) । নিজেই ট্যুইট করে জানালেন সুসংবাদ। তিনি ও স্ত্রী সাফা অভিভাবক হলেন পুত্রসন্তানের। নামকরণও করে ফেলেছেন একরত্তির। সুলেমন খান (SULEIMAN KHAN)
সোমবারই মহমেডান স্পোর্টিং নিজেদের ব্র্যান্ড অ্যাম্বসেডার হিসেবে ঘোষণা করেছে ইরফান পাঠানের নাম। ভারতীয় দলের প্রাক্তন ভরসাযোগ্য ক্রিকেটারকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করার কথা সোশ্যাল মিডিয়ায় জানায় মহমেডান। ইরফানকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করার সিদ্ধান্তের পিছনে দেশের বিভিন্ন প্রান্তে ক্লাবের নাম ছড়িয়ে দেওয়াই উদ্দেশ্য, জানায় সংস্থা। ২০২০ সালে ক্রিজকে বিদায় জানান ইরফান পাঠান। রিটায়ারমেন্ট ঘোষণার বছর ৮ আগে দেশের হয়ে শেষ বার খেলেছিলেন তিনি। তার পর দীর্ঘদিন খারাপ ফর্ম ছিল তাঁর। তারপর ছিল চোট আঘাতও। দীর্ঘদিন জাতীয় দল থেকে দূরেই ছিলেন বরোদার এই ক্রিকেটার। তারপরই তাঁর অবসর নেওয়ার সিদ্ধান্ত। ১৯ বছর বয়সে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলেছিলেন জীবনের প্রথম টেস্ট। তাঁর বোলিং প্রতিভা দেদার সার্টিফিকেট কুড়িয়েছিল বিশ্বক্রিকেট মহলে। বোলিং-এর পাশাপাশি ব্যাট হাতে টিমকে ভরসা জুগিয়েছেন বহুবার। ঝুলিতে আছে শতরানও।