মুম্বই: ভারত বনাম অস্ট্রেলিয়া ওয়ান ডে সিরিজ শুরুর আগে বিরাট কোহলিদের ফেভারিট হিসাবে বেছে নিলেন ইরফান পাঠান। প্রাক্তন অলরাউন্ডার জানিয়েছেন, সিরিজ জেতার ব্যাপারে এগিয়ে ভারতই।

ভারত-অস্ট্রেলিয়া তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে। যার প্রথমটি মুম্বইয়ে, আগামী ১৪ জানুয়ারি। তার আগে ইরফান জানিয়েছেন, প্রতিভা হোক বা আত্মবিশ্বাস, অজিদের চেয়ে অনেকটাই এগিয়ে থাকবে ভারত। সব ধরনের ক্রিকেট থেকে সদ্য অবসর ঘোষণা করেছেন। ইরফান বলেছেন, ‘একটা সময় অস্ট্রেলিয়া দারুণ খেলত। আর আমরা ওদের সঙ্গে পাল্লা দেওয়ার চেষ্টা করতাম। তবে প্রতিভা হোক বা দক্ষতা, আত্মবিশ্বাস, সবেতেই ভারত এখন অনেক এগিয়ে।’

বঢোদরার প্রাক্তন ক্রিকেটার যোগ করেছেন, ‘এই ফারাকটা মিটবে একমাত্র যদি অস্ট্রেলিয়ার মাটিতে বাউন্সি পিচে খেলা হয়। কারণ ওই পরিবেশে খেলার খুব একটা অভিজ্ঞতা নেই আমাদের।’

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার নিজের অভিজ্ঞতার কথাও জানিয়েছেন ইরফান। বলেছেন, ‘অস্ট্রেলিয়াতেই সব শুরু হয়েছিল। সবচেয়ে উজ্জ্বল স্মৃতি হল আমার প্রথম উইকেটটা ওদের বিরুদ্ধে নেওয়া এবং ভারতকে অস্ট্রেলিয়ার মাটিতে ২১ বছর পর টেস্ট জিততে সাহায্য করা। পারথ-এ টেস্ট জেতা এবং ম্যাচের সেরার স্বীকৃতি ছিনিয়ে নেওয়াটাও ভীষণ স্মরণীয় হয়ে রয়েছে।’