নয়াদিল্লি: অতীত গরিমা থেকে এখনও বেরোতে পারেননি। আব্দুল রজ্জাক পড়ে আছেন সেই গ্লেন ম্যাকগ্রা ওয়াসিম আক্রাম, সচিন তেন্ডুলকরের যুগেই। নতুন তারকা আর বর্তমান সময়ের গ্রেটদের তাই সেভাবে বিশ্বমানের ভাবেন। সম্প্রতি পাকিস্তানের এই অলরাউন্ডারকে বলতে শোনা গিয়েছে, যশপ্রীত বুমরাহ তাঁর কাছে ‘নিতান্তই শিশু’। গ্লেন ম্যাকগ্রা, ওয়াসিম আক্রামদের খেলেছেন তাই বুমরাহর মুখোমুখি হতে তাঁর কোনও ভয় নেই। বরং বুমরাহকেই উল্টে আক্রমণ করবেন তিনি। এখানেই শেষ নয়। বিরাট কোহলিকে নিয়েও মন্তব্য করেন রজ্জাক। ভারত অধিনায়ক নিঃসন্দেহে ভাল ব্যাটসম্যান, ধারাবাহিকভাবে রান করছেন, কিন্তু তাঁকে কোনও ভাবেই সচিন তেন্ডুলকরের সঙ্গে একই ব্র্যাকেটে রাখা যায় না, মত রজ্জাকের। ইরফান পাঠানকে নিয়ে মন্তব্য করেন প্রাক্তন পাক তারকা। পাকিস্তানের অলিগলিতে ইরফান পাঠানের মতো বোলার পাওয়া যায়, রজ্জাকের এই মন্তব্যের পর পাল্টা জবাব দিলেন ভারতীয় তারকাও।


রজ্জাকের বক্তব্যের রেশ ধরেই ইরফান বলেন, “গলির বোলাররা যখনও ওদের বিরুদ্ধে খেলেছে উইকেট তুলে নিয়েছে। সকল ক্রিকেট অনুরাগীদের অনুরোধ, বিশেষ পাত্তা দেওয়ার প্রয়োজন নেই।”