নয়াদিল্লি: ভারতীয় দলের অনেক ক্রিকেট তারকাই বিদায়ী ম্যাচ পাননি। দেশকে দুটি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি দেওয়া প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। ধোনির জন্য বিদায়ী ম্যাচ করার দাবি তুলছেন প্রাক্তন থেকে বর্তমান ক্রিকেটারদের অনেকেই। তবে সেই বিদায়ী ম্যাচকে চিরস্মরণীয় করে রাখার অভিনব পন্থা বলে দিলেন প্রাক্তন ভারতীয় পেসার ইরফান পঠান। পঠানের প্রস্তাব ভারতীয় ক্রিকেট বোর্ড মেনে নিলে বাইশ গজে দেখা যেতে পারে বীরেন্দ্র সহবাগ, গৌতম গম্ভীর, সুরেশ রায়না, যুবরাজ সিংহ, জাহির খানদের সঙ্গে বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধবন, যসপ্রীত বুমরাহদের দ্বৈরথ।


সোশ্যাল মিডিয়ায় পঠান লিখেছেন, ‘‘অবসর নেওয়া অনেক ক্রিকেটারই ফেয়ারওয়েল ম্যাচ পায়নি। তাঁদের বিদায়ী ম্যাচের কথা বলেন অনেকেই। ফেয়ারওয়েল না পাওয়া প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে তৈরি একটা দলের সঙ্গে যদি বর্তমান ভারতীয় দলের চ্যারিটি তথা ফেয়ারওয়েল ম্যাচ আয়োজন করা হয়, তা হলে কেমন হবে?’’

ফেয়ারওয়েল না পাওয়া প্রাক্তনদের নিয়ে একটি দলও তৈরি করে ফেলেছেন পঠান। সেই দলে রয়েছেন গৌতম গম্ভীর, বীরেন্দ্র সহবাগ, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ, যুবরাজ সিংহ, সুরেশ রায়না, মহেন্দ্র সিংহ ধোনি, ইরফান পাঠান, অজিত আগরকর, জাহির খান ও প্রজ্ঞান ওঝা।



পঠানের সেই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তবে কোহলিদের বর্তমান দলকে তিনি যে কতটা সম্ভ্রম করেন, সেটাও বুঝিয়ে দিয়েছেন প্রাক্তন অলরাউন্ডার। এক ভক্ত সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “কিউ চিকু কো পেলনে মে লগী হো?” যার অর্থ, কেন চিকুকে ট্রোল করছেন? প্রসঙ্গত, ভারত অধিনায়ক বিরাটের ডাকনাম চিকু। ওই ভক্ত সম্ভবত ইঙ্গিত করেছেন, কেন পাঠানের তৈরি তারকা সমৃদ্ধ দলের সামনে ফেলে কোহলিদের বিপাকে ফেলার চেষ্টা করা হচ্ছে।

পাঠান অবশ্য সেই ভক্তের খোঁচাকে আমল দেননি। বরং এগিয়ে রেখেছেন কোহলিদেরই। কী বলেছেন পাঠান? লিখেছেন, “চিকু হামারা কচুম্বর বানা দেগা।” যার অর্থ, বিরাট আমাদের দলকে পিষে দেবে।

ভারতীয় দলের হয়ে ১২০টি ওয়ান ডে, ২৯টি টেস্ট ম্যাচ ও ২৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ইরফান।