এষা গুপ্তর সঙ্গে ডেট করছেন হার্দিক পাণ্ড্য?
Web Desk, ABP Ananda | 07 Jun 2018 04:34 PM (IST)
মুম্বই: বলিউড অভিনেত্রী এষা গুপ্তর সঙ্গে ক্রিকেটার হার্দিক পাণ্ড্য ডেট করছেন বলে জোর গুঞ্জন শুরু হয়েছে। শোনা যাচ্ছে, একটি পার্টিতে তাঁদের আলাপ হয়। এরপরেই তাঁরা ঘনিষ্ঠ হয়ে পড়েছেন। তাঁদের সম্পর্ক ক্রমশঃ নিবিড় হচ্ছে। তবে হার্দিক বা এষা কেউই প্রকাশ্যে তাঁদের সম্পর্ক নিয়ে মুখ খুলতে নারাজ। তাঁরা গোপনীয়তা বজায় রাখছেন। কিছুদিন আগেই শোনা গিয়েছিল, অভিনেত্রী এলি আভরামের সঙ্গে ডেট করছেন হার্দিক। তাঁদের বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখাও গিয়েছিল। তবে সপ্তাহ দুয়েক আগে তাঁদের বিচ্ছেদ হয়ে গিয়েছে। এরপরেই এষার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন হার্দিক।