হারারে: একেবারে কিম্ভুত কিমাকার ব্যাপার। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ক্রিকেট বিশ্বে ছড়িয়ে গিয়েছিল যে তিনি আর বেঁচে নেই। খবরের সত্যতা সম্পর্কে আরও বেশি করে নিশ্চিত হওয়া গিয়েছিল তার কারণ হিথ স্ট্রিকের একসময়ের জাতীয় দলের সতীর্থ হেনরি ওলঙ্গা নিজেই পোস্ট করেছিলেন সোশ্য়াল মিডিয়ায়। জিম্বাবোয়ের প্রাক্তন অধিনায়কের মৃত্যুতে শোকপ্রকাশ করেছিলেন তিনি। তবে কয়েক ঘণ্টার মধ্যেই উলটপুরান। নিজেই ইনস্টাগ্রামে সেই পোস্ট সরিয়ে দিলেন। জানিয়ে দিলেন যে স্ট্রিকের সঙ্গে তাঁর কথা হয়েছে, প্রাক্তন অলরাউন্ডার এখনও বেঁচে রয়েছেন। কথপোকথনের স্ক্রিন শটও পোস্ট করেছেন জিম্বাবোয়ের প্রাক্তন পেসার।




 




এদিকে, হিথ স্ট্রিকের মৃত্যুর খবর চাউর হতেই নিউজিল্য়ান্ডের স্কট স্টাইরিস, জিম্বাবোয়ের সিন উইলিয়ামস, ভারতের রবিচন্দ্রন অশ্বিন, অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট প্রত্যেকেই শোক প্রকাশ করেছেন। তাঁরা নিজেদের সোশ্য়াল মিডিয়ায় স্ট্রিকের আত্মার শান্তি কামনা করে পোস্ট করেছেন। যদিও ওলোঙ্গা কিছুক্ষণ আগেই তাঁর নিজের সঙ্গে স্ট্রিকের হোয়াটসঅ্য়াপে কথপোকথনের স্ক্রিনশট পোস্ট করেন ও জানান যে স্ট্রিক এখনও বেঁচে রয়েছেন।


উল্লেখ্য়, ১২ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন। জিম্বাবোয়ের হয়ে ৬৫টি টেস্ট ও ১৮৯টি ওয়ান ডে ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন। এমন অনেক ম্যাচ রয়েছে যেখানে নিজে একা হাতে ব্য়াটিং বা বোলিংয়ে বাজিমাত করে দেশকে জিতিয়েছিলেন। তিনিই জিম্বাবোয়ের একমাত্র ক্রিকেটার এখনও পর্যন্ত, যিনি টেস্টে ১০০ উইকেটের মালিক হয়েছেন। বুলাওয়াতে জন্ম এই প্রাক্তন ক্রিকেটার টেস্টে মোট ২১২ উইকেটের মালিক ছিলেন। ১৬ বার চার উইকেট নিয়েছিলেন এক ইনিংসে। এছাড়াও ৭ বার পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্বও রয়েছে। ওয়ান ডে ফর্ম্যাটে মোট ২৩৯ উইকেট নিয়েছেন স্ট্রিক। 


ব্যাটের হাতও বেশ ভাল ছিল এই প্রাক্তন তারকার। লাল বলের ফর্ম্যাটে ১৯৯০ রান করেছিলেন। ওয়ান ডে-তে ২৯৪৩ রান ঝুলিতে রয়েছে। একমাত্র টেস্ট সেঞ্চুরি করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১২৭ রান হারারেতে। হিথ স্ট্রিকই একমাত্র জিম্বাবোয়ের ক্রিকেটার যাঁর ঝুলিতে টেস্টে ২০০০ এর কাছাকাছি রানসহ ১০০ উইকেট রয়েছে। আর ওয়ান ডে-তে ২০০০-রক বেশি রানের পাশাপাশি ২০০-র বেশি উইকেট রয়েছে।


১৯৯৩ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে অভিষেক হয়েছিল হিথ স্ট্রিকের। তার এক মাস পরে পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে অভিষেক করেন। দ্বিতীয় টেস্টেই রাওয়ালপিণ্ডিতে ৮ উইকেট নিয়ে নজরে আসেন। ২০০৫ সালের অক্টোবরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন এই প্রাক্তন অলরাউন্ডার।