নয়াদিল্লি: চলতি মহিলাদের বিশ্বকাপে নজর কেড়ে নিয়েছেন ভারতের ওপেনার স্মৃতি মন্ধনা। চোট সারিয়ে দলে ফিরে প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ৯০ রান করেন স্মৃতি। দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১০৮ বলে ১০৬ রান করে অপরাজিত থাকেন এই ব্যাটসম্যান। আজ পাকিস্তানের বিরুদ্ধে অবশ্য রান পাননি স্মৃতি।
প্রথম দুটি ম্যাচে স্মৃতির অসাধারণ ইনিংস দেখে অনেক ক্রিকেটপ্রেমীই তাঁর সঙ্গে ভারতীয় পুরুষ দলের প্রাক্তন তারকা বীরেন্দ্র সহবাগের তুলনা করছেন। তবে স্বয়ং সহবাগ এটা মানতে নারাজ। তিনি ট্যুইট করে বলেছেন, স্মৃতি নিজের মতো। প্রত্যেক ক্রীড়াপ্রেমী ভারতীয়রই তাঁকে নিয়ে গর্বিত হওয়া উচিত।