নয়াদিল্লি: দেশের খেলোয়াড়দের মধ্যে উইকেটরক্ষক মহেন্দ্র সিংহ ধোনির উত্তরাধিকারী হয়ে ওঠার লড়াইয়ে রয়েছেন ইশান কিষাণও। ধোনির রাজ্য ঝাড়খণ্ডেরই খেলোয়াড় ইশান। তবে তিনি জাতীয় দলে এখনও সুযোগ পাননি। তবুও ডিন্ডিগুলে দলীপ ট্রফির ফাইনালে উইকেটরক্ষক হিসেবে তাঁর একটা রিফ্লেক্স মনে করিয়ে দিল ধোনির কথাই। ফিল্ডারের ছোঁড়া বলের দিক পরিবর্তন ঘটিয়ে পিছন থেকে স্ট্যাম্প ভেঙে (ব্লাইন্ড ফ্লিক) অনেকবার রান আউট করেছেন ধোনি। এবার সেই স্টাইলের প্রয়োগ ঘটিয়েই প্রায় একটা রান আউট করে ফেলেছিলেন ইশান। স্ট্যাম্পের দিকে পিছন ফিরেও এভাবে রান আউট করার পথিকৃত্ ধোনিই। এবার ঝাড়খণ্ড দলে তাঁর সহ খেলোয়াড় ২০ বছরের ইশানও চোখের পলকে সেই স্টাইলই অনুকরণ করলেন। দলীপ ট্রফির ফাইনালে ইন্ডিয়া ব্লু ও ইন্ডিয়া রেজের মধ্যে ম্যাচের প্রথম দিন ইশান দুরন্ত একটা ব্লাইন্ড ফ্লিক করলেন। ইন্ডিয়া রেড দলের উইকেটরক্ষকের এই ব্লাইন্ড ফ্লিক বল স্ট্যাম্প ভেঙে দেওয়ার পরও অবশ্য বিপক্ষের ব্যাটসম্যান আউট হলেন না। কারণ, ততক্ষণে তিনি ক্রিজে পৌঁছে গিয়েছিলেন। তবে ইশানের এই প্রচেষ্টাকে বাহবা দিতেই হয়। ধোনির মতো ইশানও ব্যাট হাতে ক্লিন হিটার বলেই পরিচিত। ধোনির অনুপস্থিতিতে বিজয় হজারে ট্রফিতে তিনিই সম্ভবত ঝাড়খণ্ডের নেতৃত্ব করবেন। ঘরোয়া ক্রিকেট ও আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে দুরন্ত পারফরম্যান্সের সুবাদে ইতিমধ্যেই জাতীয় দলের দরজায় কড়া নাড়ছেন অনূর্দ্ধ ১৯ দলের প্রাক্তন অধিনায়ক।