নয়াদিল্লি: বর্তমানে ভারতীয় ক্রিকেট (Indian Cricket Team) সার্কেলের অন্যতম বড় প্রশ্ন হল তারকা কিপার-ব্যাটার ঈশান কিষাণ (Ishan Kishan) কবে মাঠে ফিরছেন। মানসিক স্বাস্থ্যজনিত কারণে দক্ষিণ আফ্রিকা সিরিজ় থেকে তিনি সরে দাঁড়িয়েছিলেন। তারপর থেকে তাঁর মাঠে ফেরা নিয়ে না না জল্পনা-কল্পনা শোনা যাচ্ছে। এবার অবশেষে অনুশীলনে ফিরলেন ঈশান। বঢোদরায় রিলায়েন্স স্টেডিয়ামে হার্দিক ও ক্রণাল, দুই পাণ্ড্য ভাইদের সঙ্গে অনুশীলন করতে দেখা গিয়েছে ঈশানকে।


হার্দিক বিশ্বকাপের সময়ই গোড়ালিতে চোট পেয়েছিলেন। সেই চোট সম্পূর্ণ সারিয়ে তিনি এখনও মাঠে ফিরতে পারেননি। তবে আসন্ন আইপিএলে তাঁর মাঠে ফেরার সম্ভাবনা প্রবল। সেই লক্ষ্যেই তিনি অনুশীলন সারছেন। দুই পাণ্ড্য ভাই এবং ঈশান কিষাণ তিনজনেই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কিরণ মোরের তত্ত্বাবধানে অনুশীলন সারছেন। তবে তাঁর জাতীয় দলে ফেরার দূর দূরান্ত পর্যন্ত এখনই কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না।


দক্ষিণ আফ্রিকা সফরের সময় ঈশান কিষাণ মানসিক স্বাস্থ্যের কথা বলে ছুটি নিয়েছিলেন। তারপর তাঁকে দুবাইয়ে পার্টি করতে দেখা যায়। কৌন বনেগা ক্রোড়পতিতেও অংশ নেন। শোনা গিয়েছিল, ভারতীয় দল থেকে তাঁকে বলা হয়েছিল, রাজ্য দলের হয়ে রঞ্জি ট্রফি খেলতে। কিন্তু ঈশান সেদিকে যাননি। এমনকী, ঝাড়খণ্ড ক্রিকেট সংস্থা জানিয়েছিল, তাঁর সঙ্গে নাকি যোগাযোগই করা যাচ্ছে না! যা খবর তাতে তিনি ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা ঝাড়খণ্ডের রঞ্জি ম্যাচেও খেলবেন না। 


এদিকে সম্প্রতি ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে ঈশানকে জাতীয় দলে ফিরতে হলে তাঁকে ঘরোয়া ক্রিকেট খেলতেই হবে। রাহুল বলছেন, 'আমি কারও ফেরার সম্ভাবনাই উড়িয়ে দিচ্ছি না। ঈশান কিষাণের ব্যাপারে আর একই কথা বলতে চাই না। আগেই যতটা ভালভাবে পারি, ব্যাখ্যা দিয়েছি। ও বিরতি চেয়েছিল। আমরা দিয়েছিলাম। আমি বলিনি ওকে ঘরোয়া ক্রিকেটে তখনই খেলতে হবে। কিন্তু যখনই ও তৈরি হয়ে যাবে, ওকে কিছুটা ক্রিকেট খেলে ফিরতে হবে। ওর পছন্দ। ওকে কিছুর জন্যই জোর করছি না। ওর সঙ্গে যোগাযোগ রয়েছে। এখনও খেলা শুরু করেনি। ও কখন তৈরি হবে সেটা ওর সিদ্ধান্ত।'


এই ম্যাচ ফিটনেসের অভাবই ঈশানকে ইংল্যান্ডের বিরুদ্ধে অন্তত তৃতীয় টেস্টে জাতীয় দলে জায়গা পাওয়ার দৌড় থেকে ছিটকে দিয়েছে। তিনি আদৌ কবে পেশাদার ক্রিকেটে ফিরবেন, সেই নিয়ে কিন্তু জল্পনা অব্যাহত। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 


আরও পড়ুন: তৃতীয় ও চতুর্থ টেস্টের আগে ভারতীয় দলের চিন্তা কি বাড়ালেন বিরাট?