অ্যান্টিগা: ১৩০ রানে ৪ উইকেট। দ্বিতীয় দিনের শেষ সেশনের আগে এটাই ছিল ওয়েস্ট ইন্ডিজের স্কোর। রস্টন চেস তখন পুরোপুরি সেট। ৪৮ রানে ব্যাট করছেন। নন স্ট্রাইকে দাঁড়িয়ে শাই হোপ। তিনিও ক্রিজে থিতু হতে শুরু করেছেন। তখনই ৩৭ বল খেলে ফেলেছেন। চেস–হোপ জুটি যেভাবে ব্যাট করছিল, তাতে একটা সময় মনে হচ্ছিল ওয়েস্ট ইন্ডিজ এখান থেকে বড় স্কোর করে ভারতের ওপর চাপ বাড়িয়ে দেবে। তবে হল একেবারে উল্টো। ঈশান্তের একটা স্পেলই ভারতকে ম্যাচের চালক আসনে বসিয়ে দিল। দ্বিতীয় দিনের খেলা শেষে ক্যারিবিয়ানরা ৮ উইকেট হারিয়ে ১৮৯ রানে দাঁড়িয়ে। এখনও পর্যন্ত ১০৮ রানে এগিয়ে রয়েছে ভারত।
ভারতীয় বোলারদের মধ্যে যশপ্রীত বুমরাহ, মহম্মদ শামি এবং রবীন্দ্র জাদেজা একটি করে উইকেট পেয়েছেন। ঈশান্তের ঝুলিতে এসেছে পাঁচটি উইকেট। টেস্ট ক্রিকেটে এই নিয়ে নবমবার পাঁচ উইকেট নিলেন ভারতের এই স্পিডস্টার।