নয়াদিল্লি: নিজের বোলিংয়ে বদলের জন্য অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার জেসন গিলেসপিকে কৃতিত্ব দিচ্ছেন ইশান্ত শর্মা। তিনি জানিয়েছেন, তাঁর বোলিং সংক্রান্ত সমস্যার সমাধান করে দিয়েছেন গিলেসপি। অন্য কেউ এ বিষয়ে সাহায্য করতে পারেননি।
ফিরোজ শাহ কোটলায় দিল্লির হয়ে হায়দরাবাদের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচ খেলার ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইশান্ত বলেছেন, ‘ভারতে সমস্যা হল, সবাই সমস্যার কথা বলে কিন্তু কেউ সমাধানের কথা বলে না। সমস্যার সমাধান জানা গুরুত্বপূর্ণ বিষয়। আমি বুঝতে পেরেছি, দু-একজন ব্যক্তিই সমস্যার সমাধানের কথা বলে দিতে পারেন। সমস্যার কথা সবাই বলতে পারে, কিন্তু একজন ভাল কোচ সমাধানের কথা বলে দিতে পারেন। অনেকেই আমাকে বলতেন, ফুল লেংথের বলের গতি বাড়াতে হবে। কিন্তু কেউ বলতেন না সেটা কীভাবে করতে হবে। আমি যখন কাউন্টি ক্রিকেট খেলতে যাই, তখন জেসন গিলেসপি আমাকে সমাধান বাতলে দেন। তিনি আমাকে বলেন, ফুল লেংথের বলের গতি বাড়াতে হলে শুধু এমনভাবে বল ছাড়তে হবে যাতে পিচে পড়ে হাঁটুর উচ্চতায় ওঠে।’
সাসেক্সের হয়ে ইশান্ত যখন খেলতেন, তখন বোলিং কোচ ছিলেন গিলেসপি। তাঁর নির্দেশমতো নেটে অনুশীলন করেই ফুল লেংথের বলের গতি বাড়িয়ে নিজের বোলিংয়ে বদল আনতে পেরেছেন বলে জানিয়েছেন ইশান্ত।
আমার বোলিং সংক্রান্ত সমস্যার সমাধান বাতলে দিয়েছে জেসন গিলেসপি, মন্তব্য ইশান্ত শর্মার
Web Desk, ABP Ananda
Updated at:
28 Dec 2019 08:00 PM (IST)
সাসেক্সের হয়ে ইশান্ত যখন খেলতেন, তখন বোলিং কোচ ছিলেন গিলেসপি।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -