অস্ট্রেলিয়ার ইনিংসের ২৭-তম ওভারে ইশান্তের একটি বল নিচু হয়ে যায়। সেই বলের হদিশ পাননি স্মিথ। এরপরেই তাঁকে নকল করেন ইশান্ত। পরের বলেই নাচের ভঙ্গিতে ইশান্তকে পাল্টা নকল করেন স্মিথ। যা দেখে প্রথম স্লিপে দাঁড়িয়ে থাকা বিরাট হেসে ফেলেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -