গোয়া: আইএসএলে জয় দিয়ে অভিযান শুরু করল এটিকে মোহনবাগান। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই তারা ১-০ গোলে হারিয়ে দিল কেরল ব্লাস্টার্স এফসি-কে।


ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ছিল। ৬৭ মিনিটের মাথায় টুর্নামেন্টের প্রথম গোল মোহনবাগানের। রয় কৃষ্ণর গোলে এগিয়ে যায় সবুজ-মেরুন শিবির। মনবীর সিংহের বাড়িয়ে দেওয়া বল বাঁ-পায়ের টোকায় কেরলের জালে জড়িয়ে দেন তিনি। ৬৩ মিনিটের মাথায় প্রণয় হালদারের পরিবর্তে মাঠে নেমেছিলেন মনবীর। সবুজ-মেরুন জার্সিতে শুক্রবারই আত্মপ্রকাশ ঘটে তাঁর। জয়ের গোলের পাস এল তাঁর পা থেকেই।

ম্যাচে সমতা ফেরানোর লক্ষ্যে আগ্রাসী কৌশল নেয় কেরল শিবির। ৭৫ মিনিটে জোড়া পরিবর্ত ফুটবলার মাঠে নামায় কেরল ব্লাস্টার্স। সিডোর বদলে মাঠে নামেন মারে। ঋত্ত্বিকের বদলে মাঠে নামেন পুইতে। ম্যাচে সমতা ফেরাতে মরিয়া কোচ কিবু ভিকুনা ৮৬ মিনিটের মাথায় ফের জোড়া পরিবর্ত ফুটবলার মাঠে নামান। সাহালের পরিবর্তে লালরুয়াথারা এবং কোনের পরিবর্তে পেরেইরা মাঠে নামেন। তবে তাতে লাভ হয়নি। সমতা ফেরাতে পারেনি কেরল ব্লাস্টার্স।

জয় দিয়ে মরশুম শুরু গতবারের চ্যাম্পিয়নদের। আইএসএল ২০২০-২১'এর উদ্বোধনী ম্যাচে কেরল ব্লাস্টার্সকে হারিয়ে ৩ পয়েন্ট ঘরে তুলল সবুজ-মেরুন শিবির। গতবার যাদের আই লিগ চ্যাম্পিয়ন করিয়েছেন, সেই মোহনবাগানের কাছেই আইএসএলের প্রথম ম্যাচে হার মানতে হল কিবু ভিকুনাকে।