মারগাও: এবারের আইএসএল-এর প্রথম ম্যাচে কেরল ব্লাস্টার্সকে ৪-২ গোলে উড়িয়ে দিল গতবারের রানার্স এটিকে মোহনবাগান। প্রথম ম্যাচেই উজ্জ্বল সবুজ-মেরুন জার্সিধারীরা।


২ মিনিটেই প্রথম গোল করে এটিকে মোহনবাগানকে এগিয়ে দেন হুগো বুমোস। ২৪ মিনিটে কেরলের হয়ে সেই গোল শোধ করে দেন সাহাল আবদুল সামাদ। তবে এরপরেই ম্যাচে আধিপত্য বিস্তার করে বাগান। ২৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন রয় কৃষ্ণ। ৩৯ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন বুমোস। প্রথমার্ধের শেষে ম্যাচের ফল ছিল সবুজ-মেরুনের পক্ষে ৩-১।


দ্বিতীয়ার্ধেও বাগানের আধিপত্য বজায় থাকে। ৫০ মিনিটে ব্যবধান বাড়ান লিস্টন কোলাসো। ৬৯ মিনিটে কেরলের হয়ে ব্যবধান কমান জর্জ পেরেইরা দিয়াজ। তবে এই ম্যাচে আর কোনও গোল হয়নি। ফলে সহজ জয় পায় বাগান।


এটিকে মোহনবাগানের দলের বেশিরভাগ ফুটবলারই কয়েক মরসুম ধরে একসঙ্গে খেলছেন। স্প্যানিশ কোচ অ্যান্টনিও লোপেজ হাবাসও আইএসএল-এর প্রথম মরসুম থেকেই আছেন। ফলে তিনিও ভারতীয় ফুটবলের ধাঁচ বুঝে গিয়েছেন। এটাই এটিকে মোহনবাগানের সবচেয়ে বড় শক্তি। দলের আক্রমণভাগ মারাত্মক শক্তিশালী। রয় কৃষ্ণ তো ছিলেই, এবার তাঁর সঙ্গে যোগ দিয়েছেন হুগো বুমোস। ফলে বাগানের আক্রমণের ধার বেড়েছে। দুই বিদেশি স্ট্রাইকারের সঙ্গে মনবীর সিংহ, লিস্টন কোলাসোর মতো ভারতীয়রাও আছেন। দলের মিডফিল্ডও যথেষ্ট শক্তিশালী। ফলে এবারের আইএসএল-এও বিপক্ষ দলগুলিকে চিন্তায় রাখবেন সবুজ-মেরুন জার্সিধারীরা। 


রবিবার চলতি আইএসএল-এ নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে এসসি ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ জামশেদপুর এফসি। এই ম্যাচের পরেই ২৭ নভেম্বর কলকাতা ডার্বি। গতবার দু’টি ডার্বিতেই জয় পেয়েছিল এটিকে মোহনবাগান। এবারও প্রথম ম্যাচেই নিজেদের জাত চেনালেন রয় কৃষ্ণরা। রবিবার এসসি ইস্টবেঙ্গল কেমন খেলে, সেটার উপর অনেক কিছু নির্ভর করছে। প্রথম ম্যাচে যদি লাল-হলুদ ব্রিগেড ভাল খেলে, তাহলে বড় ম্যাচে জয়ের আশায় থাকবেন সমর্থকরা। না হলে এবারও ডার্বির রং হতে পারে সবুজ-মেরুন।