ফতোরদা: আইএসএল ফাইনালে উঠেও শেষরক্ষা হল না এটিকে মোহনবাগানের। প্রথমে এগিয়ে যাওয়ার পর মুম্বই সিটি এফসি-র কাছে ২-১ গোলে হেরে গেল অ্যান্টনিও লোপেজ হাবাসের দল। এতদিন আইএসএল ফাইনালে অপরাজিত ছিলেন হাবাস। কিন্তু আজ তাঁকে পরাজয় স্বীকার করতে হল। এবারের আইএসএল-এ লিগ পর্যায়ের দু’টি ম্যাচেই এটিকে মোহনবাগানকে হারিয়ে দিয়েছিল মুম্বই। ফলে আত্মবিশ্বাস নিয়েই ফাইনালে খেলতে নেমেছিল সের্জিও লোবেরার দল। তৃতীয় সাক্ষাৎকারেও জয় পেল মুম্বই।


আজকের এই মেগা ম্যাচের শুরু থেকেই তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছিল। শুরু থেকেই দু’দল গোলের জন্য ঝাঁপায়। শুরুতে এটিকে মোহনবাগানেরই আক্রমণের ঝাঁঝ বেশি ছিল। তবে মুম্বইও আক্রমণে আসছিল। তবে মুম্বইয়ের ডিফেন্ডাররা নিজেদের বক্সে পায়ে বেশিক্ষণ বল রাখছিলেন এবং অতিরিক্ত ব্যাক পাস করছিলেন। এই ভুলের খেসারত দিতে হয়। ১৮ মিনিটে এরকমই একটি ভুলে এটিকে মোহনাবাগানকে গোল উপহার দেয় মুম্বই। বিপক্ষের ডিফেন্ডারদের ভুলের সুযোগ কাজে লাগান ডেভিড উইলিয়ামস। তার আগেই অবশ্য গোল পেতে পারতেন রয় কৃষ্ণ। তিনি একক দক্ষতায় একটি বল নিয়ে বক্সে ঢুকে বাঁ পায়ের দুরন্ত শট নেন। সেই শট সেভ করে দেন মুম্বইয়ের গোলকিপার অমরিন্দর সিংহ। ফিরতি বলে জাভি হার্নান্ডেজের বাঁ পায়ের শট বাইরে চলে যায়। 


গোল হজম করার পর আক্রমণে জোর দেয় মুম্বই। খেলায় সমতা ফেরাতে তাদের বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ২৯ মিনিটে আত্মঘাতী গোল করেন এটিকে মোহনবাগানের ডিফেন্ডার তিরি। প্রথমার্ধে দু’দলই আরও সুযোগ পেয়েছিল, তবে আর গোল করতে পারেননি কৃষ্ণ, অ্যাডাম লে ফন্ড্রেরা। 


প্রথমার্ধের শেষদিকে মারাত্মক চোট পান মুম্বইয়ের অ্যামি রানাওয়াডে। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁর অবস্থা স্থিতিশীল। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। 


দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার পর থেকে দু’দলই একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা করতে থাকে। কিন্তু জাভি হার্নান্ডেজ, ডেভিড উইলিয়ামসরা একাধিক সুযোগ নষ্ট করেন। শেষপর্যন্ত ৯০ মিনিটে গোল করে দলকে জয় এনে দেন বিপিন।