কটক: সামনে কঠিন প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স, যারা এসসি ইস্টবেঙ্গলকে হারিয়ে এই ম্যাচে খেলতে নামবেন। এই ম্যাচেও পুরো দল পাবেন কি না, নিশ্চিত নন। তা সত্ত্বেও আত্মবিশ্বাসী এটিকে মোহনবাগানের স্প্যানিশ কোচ হুয়ান ফেরান্দো। এই ম্যাচের আগে একদিন বাড়তি সময় পেয়ে যাওয়ায় দলের পরিকল্পনায় রদবদল করছেন তিনি। শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এটিকে মোহন বাগান কোচ কী বলছেন?


এগারোটা ম্যাচে অপরাজিত থাকার পর কালকের ম্যাচে জেতার ব্যাপারে কতটা আশাবাদী?


প্রতিটা ম্যাচ নিয়ে আলাদা করে ভাবছি। নজির, রেকর্ড নিয়ে ভাবছিই না। আমরা লিগ ও ট্রফি জিততে চাই। সে জন্য প্রতি ম্যাচে জিততে হবে আমাদের। এর মধ্যে কোনও কঠিন দলের বিরুদ্ধে হারলে বা ড্র করলে হয়তো আর একটা সুযোগ পাব। তবে কেরালার বিরুদ্ধে ম্যাচ জিততেই হবে। এই ম্যাচটা আমাদের কাছে আপাতত ফইনালের মতো। কারণ, দুই দলেরই ট্রফি জয়ের সুযোগ আছে। হায়দরাবাদ, জামশেদপুর, মুম্বইয়ের প্রতি সম্মান রেখেই বলছি কথাটা।


কেরালা ব্লাস্টার্সের শক্তি কোথায় কোথায় এবং কে ওদের সবচেয়ে বিপজ্জনক তারকা?


সবাই জানে পেরেইরা, লুনা, ভাস্কেজরা কেমন দুর্দান্ত ফুটবলার। ওরা যথেষ্ট আত্মবিশ্বাসী দল। ওরা পরিকল্পনা অনুযায়ী খেলে। ওদের ম্যাচগুলোতে প্রায় একই রকম স্কোর থাকে। গত তিন-চারটে ম্যাচে ওরা তেমন ভাল খেলতে পারেনি। তবে আমরা ওদের যথেষ্ট সমীহ করি।


গত ম্যাচে আমরা দেখেছি, আপনার খেলোয়াড়রা বিপক্ষের মিডফিল্ডারদের কোনও জায়গা দেননি। পরের ম্যাচেও কি সে রকমই কিছু দেখা যাবে?


সব ম্যাচে তো এক রকম খেলা যায় না। প্রতি ম্যাচ আলাদা এবং প্রতি ম্যাচে পরিকল্পনাও অন্য রকম থাকে। এফসি গোয়ার বিরুদ্ধে যা খেলেছি আমরা, তাতে কিছু পরিবর্তন আনা দরকার। এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচের আগে আমরা প্রস্তুতির জন্য মাত্র এক দিন সময় পেয়েছিলাম। কেরালার  বিরুদ্ধে আমরা আরও একদিন পেয়েছি। যার ফলে কিছু ব্যাপারে পরিবর্তন আনার সুযোগ পেয়েছি। 


পুরো দল না খেলতে পারলেও যাঁরা খেলছেন, তাঁরা দলকে জেতাচ্ছেন। এই সাফল্য থেকে আপনারা কতটা আত্মবিশ্বাস পাচ্ছেন?


কোচিং স্টাফ ম্যাচের জন্য তৈরি হতে দলের সবাইকে সাহায্য করছে। সন্দেশ, প্রবীরদের তৈরি করছে ওরাই। কিন্তু আমার খারাপ লাগছে যে পারফরম্যান্স মাঝে মাঝে একশো শতাংশয় পৌঁছচ্ছে না। যদিও এটা সব দলেরই সমস্যা। কোয়ারেন্টিন খুব ক্ষতি করে দিয়েছে। শারীরিক সক্ষমতার দিক থেকে খেলোয়াড়রা একশো শতাংশে নেই। গত মাসে সব দলেরই কঠিন সময় কেটেছে। তবে এখন সে সব সামলে পারফরম্যান্স ভাল করতেই হবে।  -- তথ্য সংগ্রহ আইএসএল মিডিয়া