কলকাতা: ড্র নয়, শনিবার মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে তাঁর দল যে তিন পয়েন্টের লক্ষ্যেই নামবে, তা স্পষ্ট জানিয়েই দিলেন ইস্টবেঙ্গলের কোচ কার্লস কুয়াদ্রাত। লিগ তালিকায় চার নম্বরে থাকা মুম্বই সিটি এফসি-র ঘরের মাঠে নামার আগে সে রকমই জানিয়ে দিলেন লাল-হলুদ বাহিনীর কোচ। 


চলতি লিগে অপরাজিত মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে ম্যাচ যে বেশ কঠিন হতে চলেছে, তা মেনে নিয়েও ইস্টবেঙ্গলের কোচ বলছেন, তিন পয়েন্ট ছাড়া কিছু ভাবছে না তাঁর দল। গত দুই ম্যাচ থেকে যে আত্মবিশ্বাস পেয়েছেন তিনি ও তাঁর দলের ফুটবলাররা, সেই আত্মবিশ্বাস থেকেই এই কথা বলছেন কুয়াদ্রাত। 


লিগের অন্যতম কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার আগে স্প্যানিশ কোচ বলেন, ''প্রতি ম্যাচেই আমরা জিততে চাই। প্রতি ম্যাচেই তিন পয়েন্ট পাওয়ার পরিকল্পনা নিয়ে নেমেছি আমরা। আইএসএলে প্লে অফে উঠতে গেলে অন্তত কয়েকটা ম্যাচ জিততে হয়ই। গত মরশুমে যে সংখ্যক জয় নিয়ে দলগুলো প্লে অফে উঠেছিল, এ মরশুমে অতগুলো জয় দরকার নাও হতে পারে। কারণ, এ বার অনেকগুলো ম্যাচ ড্র হচ্ছে। এই ম্যাচেও আমরা তিন পয়েন্টের জন্যই নামব। কারণ, এ পর্যন্ত আটটার মধ্যে দুটো ম্যাচ জিতেছি আমরা। তাই আমাদের অবশ্যই আরও জয় চাই।'' 


মুম্বই যে প্রতিপক্ষ হিসেবে বেশ কঠিন, তা স্বীকার করে নিয়ে আইএসএল জয়ী কোচ বলেন, ''ওরা যে খুব ভাল দল, গতবারের লিগ চ্যাম্পিয়ন, তা আমরা জানি। অনেক রেকর্ড ভেঙেছে ওরা। এএফসি চ্যাম্পিয়ন্স লিগেও খেলেছে। ভাল ফল না করতে পারলেও চ্যাম্পিয়ন্স লিগের প্রতি ম্যাচ থেকে ওদের খেলোয়াড়রা অনেক কিছু শিখেছে। দল হিসেবে অনেক উন্নতি করেছে ওরা। আমাদের পক্ষে ম্যাচটা বেশ কঠিন হতে চলেছে। আমার মতে, এই লিগের সেরা ফুটবলার গ্রেগ স্টুয়ার্ট। তাই এই ম্যাচে ওর প্রভাব যাতে বেশি না পড়ে, সে ব্যবস্থা আমাদের করতে হবে।''


কেন এতটা আত্মবিশ্বাস নিয়ে কথাগুলো বলছেন, তার ব্যাখ্যাও দিয়েছেন লাল-হলুদ কোচ। বলেন, ''আমার দলের খেলোয়াড়রা ঠিক পথেই এগোচ্ছে। যেমন পরিকল্পনা করা হচ্ছে, সেই অনুযায়ীই ওরা খেলছে। এটা ইতিবাচক ব্যাপার। টানা দুটো ম্যাচে গোল না খাওয়াটাও বড় ব্যাপার। যা আইএসএলের গত তিন মরশুমে তো হয়ইনি, এমনকী ২০১৯-এর পর থেকে আই লিগেও হয়নি। এর মানেই আমরা উন্নতি করছি। আমাদের পারফরম্যান্সে ক্রমশ ধারাবাহিকতা ফিরে আসছে। এ জন্য সময় লাগে। প্রতি ম্যাচেই আমরা কিছু না কিছু শিখছি।''


তবে সুযোগ কাজে লাগানোর ব্যাপারে যে আরও তৎপর ও নিখুঁত হতে হবে তাঁর দলের অ্যাটাকারদের, এই কথাও স্বীকার করেন কুয়াদ্রাত। বলেন, ''দলের খেলোয়াড়দের যে খেলা দেখছি এবং ম্যাচের বিভিন্ন মুহূর্তে যে ভাবে তারা প্রতিক্রিয়া দেখাচ্ছে, তা ইতিবাচক। কিন্তু আমাদের সুযোগগুলোকে আরও নিখুঁত ভাবে কাজে লাগাতে হবে। আমরা যে জয়ের জন্য অনেক গোলের সুযোগ তৈরি করছি, এটা খুবই ইতিবাচক ব্যাপার। গত ম্যাচেও দল জয়ের জন্য মরিয়া ছিল। ম্যাচের শেষ দিকে বিষ্ণু ও ক্লেটন যে সুযোগ পেয়েছিল, সেগুলো কাজে লাগাতে পারলে আমরা সে দিন টানা দ্বিতীয় জয় সেলিব্রেট করতে পারতাম।''


                                                                                                                                                                                         তথ্য় সংগ্রহ- আইএসএল