পানাজি : ব্যর্থতার আটকাহনের শেষে শেষমেশ ছাঁটাই। চাকরি গেল এসসি ইস্টবেঙ্গলের (SC East Bengal) কোচ হোসে ম্যানুয়েল দিয়াজের (Jose Manuel Diaz)। ছাঁটাই করা হয়েছে স্প্যানিশ কোচের সহকারী অ্যাঞ্জেল পুবেলা গার্সিয়াকেও। ইন্ডিয়ান সুপার লিগে আগামী অভিযানের জন্য আপাতত অন্তর্বর্তী কোচের দায়িত্ব দেওয়া হয়েছে রেনেডি সিংহ (Renedy Singh)। প্রাক্তন ভারতীয় এই মিডফিল্ডার লাল-হলুদ শিবিরের সহকারী কোচের দায়িত্ব সামলাচ্ছিলেন।


এসসি ইস্টবেঙ্গলের পক্ষ থেকে সরকারিভাবে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, 'ব্যক্তিগত কারণের জেরে হোসে ম্যানুয়েল দিয়াজ ও তাঁর সহকারী অ্যাঞ্জেল পুবেলা গার্সিয়াকে এসসি ইস্টবেঙ্গলের দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছেন। আপাতত সহকারী কোচ রেনেডি সিংহ দলের অন্তর্বর্তী কোচের দায়িত্ব সামলাবেন।' লাল-হলুদ শিবিরের পক্ষ থেকে সরাকরিভাবে 'সরে দাঁড়ানোর' কথা জানানো হলেও আসল কারণটা যে ব্যর্থতার পাহাড়, তা নতুন করে ফুটবলপ্রেমীদের বলে দেওয়ার প্রয়োজন নেই। আগামী ৪ জানুয়ারি বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে এসসি ইস্টবেঙ্গলের পরের ম্যাচ।


এখনও পর্যন্ত এবারের আইএসএলে (Indian Super League) আট ম্যাচে খেলা হয়ে গেলেও হোসে ম্যানুয়েল দিয়াজের জয়ের মুখই দেখেনি লাল-হলুদ শিবির। আট ম্যাচের মধ্যে হারতে হজম করেছে চারটিতে। আর বাকি চার ম্যাচে ড্র। ৮ ম্যাচে মাত্র ৪ পয়েন্ট পেয়ে লিগটেবিলের একেবারে নিচে রয়েছে লাল-হলুদ শিবির। ইস্টবেঙ্গল দলের কোচ হিসেবে এমন ব্যর্থতার আটকাহনের পর চাকরি থাকলে, সেটাই হয়তো দৃষ্টান্ত তৈরি করত।






এবারের আইএসএলে কলকাতার দুই দল মোটেই ভাল ছন্দে নেই। ইতিমধ্যে এটিকে মোহনবাগানের কোচের পদ থেকে বিদায় নিতে হয়েছে দু'বার আইএসএল জয়ী স্কোয়াডের কোচ হোসে অ্যান্টোনিও হাবাসকে। 


আরও পড়ুন- Manuel Diaz Exclusive: ''এটিকে মোহনবাগান গতবারের ফাইনালিস্ট, এসসি ইস্টবেঙ্গল দল গোছাতেই দেরি করেছে''