নয়াদিল্লি: আইএসএলের নতুন মরশুম শুরু হবে কিছুদিন পরেই। তার আগেই পুরস্কারমূল্যে বড়সড় রদবদল। লিগশিল্ড জয়ীদের পুরস্কার মূল্য বাড়ছে, শুক্রবার ক্লাবগুলির জন্য এই খুশির খবর ঘোষণা করল ফুটবল স্পোর্টস ডেভলপমেন্ট লিমিটেড বা এফএসডিএল। শুক্রবার একলাফে তিন কোটি টাকা বাড়ানো হচ্ছে লিগ শিল্ডজয়ীদের আর্থিক পুরস্কারের অঙ্ক। 


এতদিন পর্যন্ত লিগ শিল্ড খেতাব হিসেবে ৫০ লক্ষ টাকা আর্থিক পুরস্কার দেওয়া হত। ২০১৯-২০ মরশুম থেকে যা চালু করেছে এফএসডিএল। সঙ্গে দেওয়া হত শিল্ড। তবে এবার সেই আর্থিক পুরস্কারের অঙ্কেই বৃদ্ধি। এই মরশুম থেকে লিগ তালিকায় এক নম্বরে থাকা দল পাবে সাড়ে তিন কোটি টাকা। এছাড়াও লিগ টেবলের শীর্ষস্থানীয় দল শুধু লিগ শিল্ড ও আর্থিক পুরস্কারই পায় না। এশিয়ার সর্ববৃহৎ ক্লাব প্রতিযোগিতা এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ভারতের প্রতিনিধিত্ব করার সুযোগও পায়।


চলতি মরসুম থেকে আইএসএলে চ্যাম্পিয়ন দল পাবে ৬ কোটি টাকা। তবে আগে তাঁদের দেওয়া হত ৮ কোটি টাকা। রানার্সরা পেত ৪ কোটি টাকা। সেখানে এখন পাবে ৩ কোটি টাকা। তবে বাকি ২ সেমিফাইনালিস্ট দেড় কোটি টাকা করেই পাবে। 


করোনা আবহে গতবার গোয়ায় হয়েছিল টুর্নামেন্ট। এবারও টুর্নামেন্ট আয়োজিত হতে চলেছে গোয়াতেই। এবারও তিনটে স্টেডিয়ামে হবে আইএসএলের ম্যাচগুলো। ১৯ নভেম্বর থেকে শুরু হতে চলা টুর্নামেন্ট ৯ জানুয়ারি পর্যন্ত চলবে। মোট ১১৫ টি ম্যাচ খেলা হবে এই সময়কালের মধ্যে। প্রতিবারের মত এবারও খেলাগুলো শুরু হবে সন্ধে সাড়ে সাতটা থেকে। তবে প্রতি শনিবার, যে দিন দু’টি ম্যাচ খেলা হবে, সে দিন রাত সাড়ে ন’টায় শুরু হবে দ্বিতীয় ম্যাচ। এবারের আইএসএলে প্রথম ম্য়াচেই খেলতে নামছে এটিকে মোহনবাগান। তাঁদের প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স। এসসি ইস্টবেঙ্গল তাদের অভিযান শুরু করবে আগামী ২১ নভেম্বর। জামশেদপুর এফসির বিরুদ্ধে নিজেদের অভিযান শুরু করছে এসসি ইস্টবেঙ্গল। গত বারের চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি তাদের প্রতিপক্ষ এফসি গোয়ার বিরুদ্ধে হিরো আইএসএল ২০২১-২২ অভিযান শুরু করবে ২২ নভেম্বর।