নয়াদিল্লি: সেমিফাইনালের প্রথম লেগে জিতে ফাইনালে ওঠার দৌড়ে এগিয়ে রইল বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। মঙ্গলবার তারা মুম্বই সিটি এফসি-কে (Mumbai City FC) তাদের ঘরের মাঠে ১-০-য় হারালেন রয় কৃষ্ণারা (Roy Krishna)। ৭৮ মিনিটের মাথায় সুনীল ছেত্রীর একমাত্র গোলে জেতে বেঙ্গালুরু এফসি। চলতি আইএসএলে এই নিয়ে টানা দশটি ম্যাচে জিতল তারা। লিগশিল্ডজয়ী মুম্বই হারল টানা তিনটি ম্যাচে।


এ দিন মুম্বই সিটি এফসি-কে বেশি আক্রমণাত্মক মনে হলেও শেষ পর্যন্ত কাজের কাজটি করে ফেলে বেঙ্গালুরু এফসি। তারা সারা ম্যাচে রক্ষণে অসাধারণ ফুটবল খেললেও প্রতি আক্রমণে ছিল বেশ ধারাল। সে রকমই এক কাউন্টার অ্যাটাক থেকে কর্নার পায় বেঙ্গালুরু। কর্নার ক্রস থেকে মাথা ছুঁইয়ে গোল করে দলকে প্রথম সেমিফাইনালের প্রথম লেগ জিতে নিতে সাহায্য করেন ভারতীয় ফুটবলের সেরা তারকা সুনীল।           


প্রথমার্ধে বেঙ্গালুরুকে তুমুল চাপে রাখে মুম্বই। বেশ কিছু গোলের রাস্তা তৈরি  করলেও স্পষ্ট গোলের সুযোগ পায়নি তারা। সারা ম্যাচে ১৭টি গোলের সুযোগ তৈরি করলেও তিনটির বেশি শট গোলে রাখতে পারেনি তারা। অন্যদিকে, রক্ষণ সামলে কাউন্টার অ্যাটাকে ওঠার প্রবণতাই রয় কৃষ্ণা, হাভিয়ে হার্নান্ডেজদের মধ্যে দেখা যায় বেশি। তারা সব মিলিয়ে আটটি সুযোগ তৈরি করে, যার মধ্যে সাতটি শট গোলে রাখে।              


দু’পক্ষেরই রক্ষণে দিন ছিল তৎপর এবং গোলকিপারদেরও প্রায়ই কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়। মুম্বইয়ের তারকা ফরওয়ার্ড গ্রেগ স্টুয়ার্ট এ দিন ছিলেন দুর্দান্ত ফর্মে। সারা মাঠ জুড়ে খেলেন তিনি। প্রতিপক্ষের ডিফেন্ডারদের কাছে রীতিমতো ত্রাস হয়ে ওঠেন তিনি। একাই পাঁচটি গোলের সুযোগ তৈরি করেন স্টুয়ার্ট। কিন্তু আসল কাজটি করে উঠতে পারেননি বিপক্ষের আঁটসাঁট রক্ষণের জন্য।


 






বিরতির পর ৫৮ মিনিটের মাথায় শিবশক্তি নারায়নণের জায়গায় নামেন সুনীল ছেত্রী। তিনি মাঠে আসার পর থেকেই বেঙ্গালুরুর আক্রমণের ধার উল্লেখযোগ্য ভাবে বেড়ে যায়। সুনীল একাই তিন-তিনটি গোলের সুবর্ণ সুযোগ পান। কিন্তু সফল হন একটিতে। সুনীল-ম্যাজিকের ছোঁয়ায় যেন রয়, হাভিরা আরও চাঙ্গা হয়ে ওঠেন। শেষ পর্যন্ত তাঁর গোলই জয় এনে দেয় দলকে।



আরও পড়ুন: আমদাবাদের পিচ নিয়ে রহস্য, বাইশ গজ নিয়ে ধোঁয়াশা রাখছে বোর্ড?