রোকলো: শ্যুটিংয়ে রুপো জিতলেন ভারতের সৌরভ চৌধুরী। আইএসএসএফ শ্যুটিংয়ে ফাইনালে পদক জিতলেন ভারতের এই তরুণ শ্যুটার। সোনা জয়ের ম্যাচে মোট ২৪ টি শট মেরেছিলেন সৌরভ। অভিষেক শর্মা এই বিভাগে ব্রোঞ্জ জিতেছেন। মোট ৩৪টি শট মেরে সোনা জিতেছেন জার্মানির শ্যুটার। সেমিফাইনালেও জার্মানির প্রতিদ্বন্দ্বীর থেকে পিছিয়ে ছিলেন সৌরভ। সেখানও দ্বিতীয় স্থান অধিকার করেই ফাইনালে উঠেছিলেন তিনি। 


আইএসএসএফ জুনিয়র শ্যুটিং চ্যাম্পিয়নশিপে আরও ২টো সোনা ঝুলিতে পুরে নিল ভারতীয় দল। পেরুর লিমায় আয়োজিত হচ্ছে এই টুর্নামেন্ট। নিজের দ্বিতীয় সোনা জিতলেন মনু ভাকের। ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্টে সোনা জিতলেন মনু সরবজোৎ সিংহের সঙ্গে জুটি বেঁধে। এছাড়াও পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল টিম ইভেন্টে সোনা জিতলেন শ্রীকান্ত ধনুষ, রাজপ্রীত সিংহ ও পার্থ মাখিজা। 


আরিবা খান, রাইজ়া ধিলোঁ, গনেমত শেখোঁকে নিয়ে মহিলাদের স্কিট ইভেন্টের জন্য গঠিত ভারতীয় দল সোনা পেয়েছে ৬ পয়েন্ট সংগ্রহ করে। তাঁরা হারান ইতালিকে। তবে মনুর পারফরম্যান্সই সবচেয়ে উল্লেখযোগ্য। তিনি ২টো সোনা জিতেছেন। যার ফলে পদক তালিকাতেও শীর্ষে উঠে এল ভারত। রবিবার মোট ৬টি সোনা, ৬টি রুপো ও ২টো ব্রোঞ্জ জিতে পদক তালিকায় শীর্ষে থেকে শেষ করল ভারত। চারটি সোনা, চারটি রুপো এবং দুটি ব্রোঞ্জ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। ১৯ বছর বয়সী মনু এখন চ্যাম্পিয়নশিপ থেকে মোট তিনটি সোনা জিতলেন। মিক্সড টিম ইভেন্টে সোনা জয়ের পর মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টেও সোনা জেতেন মনু। 


এর আগে দিল্লিতে চলতি বছরে আইএসএসএফ বিশ্বকাপে ১০ মিটার মিক্সড এয়ার পিস্তল ইভেন্টে সোনা জিতলেন সৌরভ চৌধুরী ও মনু ভাকের জুটি। ইরানের গোলনাউস সেভাটোল্লাহি ও জাভেদ ফোরেঘির জুটিকে ১৬-১২ তে হারিয়ে সাফল্য পেলেন সৌরভ ও মনু। সেকেন্ড সিরিজের শেষে ০-৪ পিছিয়ে পড়ার পরও দারুণ কামব্যাক করে ভারতীয় জুটি। চলতি টুর্নামেন্টে এটি ভারতের পঞ্চম সোনার পদক।