একবারও আইপিএল চ্যাম্পিয়ন করতে পারেননি দলকে, ভবিষ্যতে আরসিবি-তেই থাকবেন? কী বললেন বিরাট?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Apr 2020 03:49 PM (IST)
আইপিএল-এ এখনও পর্যন্ত আরসিবি-র হয়ে ১৭৭ ম্যাচে ৫,৪১২ রান করেছেন বিরাট।
নয়াদিল্লি: আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে ১২ বছর ধরে খেলছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় দলকে বহু সাফল্য এনে দিলেও, আইপিএল-এ একবারও আরসিবি-কে চ্যাম্পিয়ন করতে পারেননি। তিনি ভবিষ্যতেও কি এই দলের হয়েই খেলবেন, না কি অন্য কোনও দলে যোগ দেবেন? এই বহুকাঙ্খিত প্রশ্নের জবাব দিয়েছেন স্বয়ং বিরাট। তিনি জানিয়ে দিয়েছেন, আরসিবি ছাড়ছেন না। এই দলেই থাকছেন। ইনস্টাগ্রামে আরসিবি-র সতীর্থ এবি ডিভিলিয়ার্সের সঙ্গে লাইভ চ্যাটের সময় বিরাট বলেছেন, ‘১২ বছর ধরে আরসিবি-র হয়ে খেলছি। এতদিনের যাত্রা অবিশ্বাস্য মনে হচ্ছে। তুমি (এবি) নিজেই ৯ বছর ধরে খেলছো। আমরা অবশ্যই আরসিবি-কে চ্যাম্পিয়ন করতে চাই। আমরা তিনবার খুব কাছাকাছি গিয়েছিলাম। কিন্তু শেষপর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারিনি। দলকে জেতানোই আমাদের চূড়ান্ত লক্ষ্য। আমরা দল ছাড়ার কথা ভাবতেই পারিনা। কারণ, ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে ভালবাসা ও যত্ন পাওয়া যায়।’ আইপিএল-এ এখনও পর্যন্ত আরসিবি-র হয়ে ১৭৭ ম্যাচে ৫,৪১২ রান করেছেন বিরাট। ট্রফি জয়ের হিসেবে তিনি মহেন্দ্র সিংহ ধোনি, রোহিত শর্মার চেয়ে পিছিয়ে। এবারের আইপিএল-এ তিনি ও এবি দলকে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু করোনা ভাইরাসের জেরে আইপিএল স্থগিত হয়ে গিয়েছে। এবার এই প্রতিযোগিতা হবে কি না, সেটা নিয়েই সংশয় রয়েছে। ফলে বাড়িতে বসে থাকতে বাধ্য হচ্ছেন বিরাটরা।