কলকাতা: শনিবার স্বাধীনতা দিবসে সকল ক্রিকেট ভক্তদের অবাক করে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ভারতের জোড়া বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তাঁর অবসর ঘোষণার পর থেকেই দেশ–বিদেশের ক্রিকেটাররা একে একে ট্যুইট করছেন।



শনিবার রাতের দিকে বোর্ডের ওয়েবসাইটে ধোনিকে শুভেচ্ছাবার্তা দিনেল প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। বোর্ড প্রেসিডেন্ট একটি বিবৃতিতে লিখেছেন, ‘একটা যুগের সমাপ্তি ঘটল। শুধু দেশ কেন, বিশ্বক্রিকেটের এক অন‍্যতম উজ্জ্বল নক্ষত্র ধোনি। ওর অধিনায়কত্বের ধরন এক অন‍্য পর্যায়ের। সেই মান স্পর্শ করা কঠিন, বিশেষ করে সীমিত ওভারের ক্রিকেটে। ওর ব‍্যাটিংয়ের ধরন ক্রিকেট জীবনের প্রথম পর্যায়ে এক অন‍্য মাপের ছিল। উইকেটকিপার হিসেবে ও দৃষ্টান্ত স্থাপন করেছে। তবে সব ভাল জিনিসেরই শেষ আছে। কোনও অনুশোচনা ছাড়াই খেলা ছাড়ল। অসাধারণ একটা কেরিয়ার। আমি ওকে ভবিষ্যতের জন‍্য অনেক শুভেচ্ছা জানাই।‘