নয়াদিল্লি: মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে প্রায় একই সময়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করলেন জাতীয় দল ও চেন্নাই সুপার কিংসের সতীর্থ সুরেশ রায়না। ধোনির মতোই ইনস্টাগ্রাম পোস্টে অবসরের কথা ঘোষণা করেছেন রায়না। তিনি ধোনি সহ সিএসকে-র সতীর্থদের সঙ্গে তোলা একটি ছবি দিয়ে লেখেন, ‘তোমার সঙ্গে খেলা দারুণ লেগেছে মাহি। গর্বিত হৃদয়ে আমি এই যাত্রায় তোমার পথেই চলার সিদ্ধান্ত নিয়েছি। ধন্যবাদ ভারত, জয় হিন্দ।’


আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও, সংযুক্ত আরব আমিরশাহিতে পরের মাস থেকে শুরু হতে চলা আইপিএল-এ সিএসকে-র হয়ে খেলবেন ধোনি ও রায়না। সিএসকে-র পক্ষ থেকে ট্যুইট করে একসঙ্গে এই দুই ক্রিকেটারকে শুভেচ্ছা জানানো হয়েছে।

আন্তর্জাতিক ক্রিকেটে ধোনির প্রায় সমসাময়িক রায়না। একদিনের আন্তর্জাতিকে তাঁর অভিষেক হয় ২০০৫ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে। পাঁচ বছর পরে শ্রীলঙ্কার বিরুদ্ধে তাঁর টেস্ট অভিষেক হয়। প্রথম টেস্টেই তিনি শতরান করেন। ভারতের হয়ে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে প্রথম শতরান তাঁরই। ধোনির নেতৃত্বে ২০১১ সালে একদিনের বিশ্বকাপ এবং ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা ভারতীয় দলের অন্যতম সদস্য ছিলেন এই বাঁ হাতি ব্যাটসম্যান।

ভারতীয় দলের হয়ে বহু সাফল্য পেলেও, রায়নার শেষটা সুখকর হয়নি। ২০১৫ সালের বিশ্বকাপের পর থেকেই তিনি জাতীয় দলে অনিয়মিত হয়ে পড়েন। ২০১৬ থেকে ২০১৮ পর্যন্ত তিনি ভারতের একদিনের দলে সুযোগ পাননি। এই সময়ে অবশ্য তাঁকে আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলার সুযোগ দেওয়া হয়। তবে ২০১৮ সালে ইংল্যান্ড সফরের পর তিনি বাদ পড়েন। টেস্টে দুর্দান্ত শুরু করেও, তিনি মাত্র ১৮টি ম্যাচ খেলার সুযোগ পান। আইপিএল-এ ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে তাঁর রেকর্ড অন্যতম উজ্জ্বল।