বেঙ্গালুরু: অন্তত ৫০ টেস্ট না খেললে কোনও অলরাউন্ডার সম্পর্কে মন্তব্য করতে নারাজ ভারতের প্রাক্তন অধিনায়ক কপিল দেব। নিজের সময়ে বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার বলছেন, দু-তিনটি সিরিজের পারফরম্যান্স দেখেই কোনও অলরাউন্ডার সম্পর্কে মূল্যায়ন করা উচিত নয়।
একটি গল্ফ প্রতিযোগিতার উদ্বোধনে গিয়ে কপিল বলেছেন, ‘কাউকে সেরা অলরাউন্ডারদের অন্যতম বলতে গেলে অন্তত ৫০টি টেস্টে তার পারফরম্যান্স দেখতে হবে। দু-তিনটি সিরিজ দেখেই সেরা অলরাউন্ডারদের সঙ্গে কারও তুলনা করা ঠিক নয়।’
কপিলের খেলোয়াড় জীবনে তাঁর সঙ্গে ইমরান খান, রিচার্ড হ্যাডলি ও ইয়ান বথামের তুলনা করা হত। তবে তাঁদের চেয়ে বর্তমান সময়ের অলরাউন্ডারদের এগিয়ে রাখছেন কপিল। কারও নাম না করলেও তিনি বলেছেন, এখনকার ক্রিকেটাররা প্রতিভাবান। তাঁরা অনেক ভাল পারফরম্যান্স দেখাচ্ছেন। তাই এই প্রজন্মকে সম্মান জানাতে হবে।
নিজের সময়ের কাউকে অবশ্য সেরা বলতে নারাজ কপিল। কাকে তিনি সেরা সিম বোলিং অলরাউন্ডার বলে মনে করেন, এই প্রশ্নের জবাবে কপিল মজার ছলে বলেছেন, ‘সেরা অলরাউন্ডারদের মধ্যে আমি সবার শেষে থাকব।’
আসন্ন ভারত-নিউজিল্যান্ড সিরিজে কোন দল এগিয়ে থাকবে, সে বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি কপিল।
৫০ টেস্ট খেললে তবেই অলরাউন্ডারদের মূল্যায়ন করা যায়, বলছেন কপিল
Web Desk, ABP Ananda
Updated at:
17 Sep 2016 08:36 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -